বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) নারী কর্মসংস্থান ও জনকল্যাণে ভূমিকা রাখছে বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ।

সম্প্রতি রাজধানীর রাজারবাগে পুলিশ হেডকোয়ার্টার্সে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক এবং পুনাক’র প্রধান পৃষ্ঠপোষক ড. বেনজীর আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন নতুন সভানেত্রী বেগম জীশান মীর্জা’র নেতৃত্বে পুনাক নেতৃবৃন্দরা।

নিজেদের মধ্যে সম্প্রীতির পাশাপাশি পুনাক দেশ ও জনগণের পাশে থেকেছে সবসময়। বিভিন্ন সময়ে অসহায়, দুস্থ মহিলাদের সেলাই মেশিন উপহার দেয়া, ঈদ-পূজা-পার্বণে নারীদের বিভিন্ন উপহার সামগ্রী দেয়া, প্রশিক্ষণের ব্যবস্থা করা, মেলার আয়োজন করা সহ নানাবিধ কল্যাণমূলক কার্যক্রম হাতে নিয়ে থাকে পুনাক। মেহনতি মানুষের জন্য সময়ে সময়ে পুনাকের বিভিন্ন কর্মমুখী ও কল্যাণমূলক কার্যক্রম দৃষ্টি আকর্ষণ করেছে অনেকের।

আগামীতে অসহায় নারীদের পাশে থেকে পুনাক আরো বেশী উদ্ভাবনী কার্যক্রম হাতে নিবে বলে পুলিশ মহাপরিদর্শক আশাবাদ ব্যক্ত করেন।

পুনাক সভানেত্রী বর্তমান অবস্থা থেকে পুনাককে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে পুলিশ মহাপরিদর্শকের সহযোগিতা কামনা করেন।

পুলিশ পরিবারের নারী সদস্যদের সার্বিক কল্যাণে পুনাককে একটি শক্তিশালী সংগঠনে পরিণত করার জন্য সম্ভাব্য সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন ড. বেনজীর আহমেদ।

এর আগে পুনাক নেতৃবৃন্দ পুলিশ মহাপরিদর্শককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পুলিশ মহাপরিদর্শকও পুনাক’র নতুন সভানেত্রীসহ অন্যান্য নেতৃবৃন্দকে ধন্যবাদ ও ফুলেল শুভেচ্ছা জানান।

ডেস্ক রিপোর্ট, উদ্যোক্তা বার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here