২০২১ এর বিদায় লগ্নে পুরো বিশ্ববাসী। নানা আয়োজনে সবাই তৈরি পুরাতন বছরকে বিদায় দিয়ে নতুন বছরকে বরণ করার জন্য। উদ্যোক্তাদের নিয়েও চলছে নানা আয়োজন। পুরাতন বছর শেষে নতুন বছরে নতুন পথচলায় একাত্মতা ঘোষণা করতে রাজধানীর মিরপুরে আয়োজিত হলো দিন ব্যাপী আনন্দ মিনা বাজার।
কন্যা এর উদ্যোক্তা তামান্নুর পপি। উদ্যোক্তা পপি শুধু নিজের উদ্যোক্তাই নন বরং একজন উদ্যোক্তা সংগঠকও। গড়ে তুলেছেন উদ্যোক্তাদের নেটওয়ার্ক।তাইতো সারা বছর জুড়েই তিনি বিভিন্ন উপলক্ষ্যে আয়োজন করেন উদ্যোক্তা মেলা। বৈশাখকে কেন্দ্র করে মেলা, ফাল্গুন ভালোবাসা মেলা সহ আরও মেলা। পাশাপাশি তারা এর আগে সফল ভাবে আয়োজন করেছেন নারী উদ্যোক্তা মেলা, স্বাধীন নারী উদ্যোক্তা মেলার মতো আয়োজন। এমন অসংখ্য উপলক্ষ্যে আয়োজিত হয় তার মেলাগুলো।
এবারের আনন্দ মিনা বাজারের এই মেলাও তারই একটি অংশ। এবারের মেলায় অংশ নেন ১৫টি স্টল। স্টলগুলোতে উদ্যোক্তাদের বাহারী পণ্য দর্শকদের বেশ আকৃষ্ট করছে। আনন্দ মিনা বাজারে আছে খাবার, জামদানীর তৈরি ব্যাগ, হ্যান্ড মেইড জুয়েলারির ভেতরে হাতের বালা, আংটি, কানের দুল, এছাড়াও ব্লক-বাটিকের কাপড়, আবায়া, উদ্যোক্তাদের নিজস্ব ডিজাইনের হিজাব সহ অসংখ্য পণ্য।
মেলার আয়োজক ও উদ্যোক্তা সংগঠক পপি জানান, “স্থানীয় পর্যায়ে এমন মেলার আয়োজন ক্ষুদ্র উদ্যোক্তাদের আরও অনুপ্রাণিত করে। এছাড়াও ক্রেতারা সরাসরি উদ্যোক্তাদের পণ্য সংগ্রহ করতে পারে সহজেই।”
মশিউর শাফী,
ডেস্ক রিপোর্ট, উদ্যোক্তা বার্তা