চট্টগ্রামে নতুন উদ্যোক্তাদের ঋণ প্রাপ্তি বিষয়ে সেমিনার অনুষ্ঠিত

নতুন উদ্যোক্তাদের ঋণ প্রাপ্তি বিষয়ে অবহিত করতে এসএমই ফাউন্ডেশন এবং চট্টগ্রাম উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর যৌথ উদ্যোগে চট্টগ্রামের হোটেল আগ্রাবাদে ২ মে, বৃহষ্পতিবার একটি সেমিনার অনুষ্ঠিত হয়।

চট্টগ্রামের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের ছাত্র-ছাত্রী এবং ব্যাংকাররা সেমিনারটিতে অংশগ্রহণ করেন। সেমিনারটিতে ছাত্র-ছাত্রীদের পড়াশুনা শেষে চাকুরি না খুঁজে উদ্যোক্তা হওয়ার জন্য আহবান জানানো হয়। ছাত্র-ছাত্রীদের মধ্যে উদ্যোক্তা হতে আগ্রহীরা ব্যবসার জন্য কিভাবে ব্যাংক ঋণ পেতে পারেন এ বিষয়ে উপস্থিত ব্যাংকাররা তাদের অবহিত করেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি এসএমই ফাউন্ডেশনের চেয়ারপার্সন কে এম হাবিব উল্লাহ নতুন উদ্যোক্তাদের উন্নয়নে সরকারের বিভিন্ন কার্যক্রম তুলে ধরে দেশের অর্থনীতিতে অধিক অবদান রাখার জন্য ছাত্র-ছাত্রীদের উদ্যোক্তা হতে পরামর্শ দেন। অনুষ্ঠানটিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ভারপ্রাপ্ত সভাপতি মিসেস আবিদা মোস্তফা এবং এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ নুরুল আলাম নিজামী।

 

 

উদ্যোক্তা ডেস্ক, এসএমই ফাউন্ডেশন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here