বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস প্রাদুর্ভাবজনিত পরিস্থিতিতেও বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) নওগাঁ শিল্পনগরীতে চারটি অটো অয়েল মিলে দৈনিক ২০ হাজার কেজি তেল ( খাদ্য ও ঔষধি) এবং ৩৬ হাজার কেজি খৈল উৎপাদিত হচ্ছে।
শিল্পনগরী কর্মকর্তা মোঃ আনোয়ারুল আজিম বলেন, ২৪ ঘন্টায় অটো অয়েল মিলগুলো তাদের উৎপাদন কার্যক্রম অব্যাহত রেখেছে। উৎপাদিত তেল ও খৈল স্থানীয় বাজারের চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছে।
বিসিক মনিটরিং টিম এসকল কারখানা নিয়মিত মনিটরিং করছেন। মনিটরিং টিম কারখানার প্রত্যেক শ্রমিককে মাক্স, হ্যান্ডওয়াশ, হ্যান্ড স্যানিটাইজার জীবাণুনাশক স্প্রে এর ব্যবস্থা নিশ্চিত করে উৎপাদন কাজ অব্যাহত রাখার জন্য প্রতিটি শিল্প মালিককে নির্দেশনা প্রদান করেছে।
ডেস্ক রিপোর্ট, উদ্যোক্তা বার্তা