উদ্যোক্তা- শায়লা আহম্মেদ

শায়লা আহমেদ প্রায় ৪ বছর ধরে একদম ক্যামিকেল ফ্রি ত্বক উপযোগী পণ্য মানুষের হাতে পৌছে দিচ্ছে। বাংলাদেশের প্রথম আয়ুর্বেদিক কসমেটিকস নিয়ে কাজ করা উদ্যোক্তা তাদের অনলাইন পেইজের নাম দিয়েছে হার্বস কেয়ার।

হার্বস কেয়ার জেলায় জেলায় নারী উদ্যোক্তা গড়ে তোলার পরিকল্পনায় সামনে রেখে নারী ডিলার তৈরি করছে। প্রতিষ্ঠানটি চায় নারীরা যেন তাদের প্রোডাক্টের মাধ্যমে নিজেদের উদ্যোক্তা হিসেবে তৈরি করার সুযোগ পায়।

ইতিমধ্যে চট্টগ্রাম, সিলেট, ফেনী, গাজীপুর, দিনাজপুর, নোয়াখালী, খুলনা, সাভার, ময়মনসিংহ এ জেলাগুলোতে নারী ডিলারদের নিয়োগ দিয়েছে হার্বস কেয়ার।

হার্বস কেয়ারের সত্ত্বাধিকারী শায়লা আহমেদ উদ্যোক্তা বার্তাকে বলেন, আমার মা ও স্বামী রাহাত আহমেদের অনুপ্রেরণায় আমি আজ উদ্যোক্তা হতে পেরেছি।

‘আমার স্বামী সব সময়ই বলত কারো অধীনে কাজ না করে এমন কিছু করো যেন তুমি কিছু মানুষের কর্মসংস্থান সৃষ্টি করতে পারো।’

শায়লা বলেন, মাত্র সাত হাজার টাকা দিয়ে শুরু করা ব্যবসায় আজ আমি অনেকের জন্য আদর্শ। বর্তমানে আমাদের ২০ জন নারী ডিলার আছে, যারা একেকজন উদ্যোক্তা।

চট্টগ্রামের দুই জন ডিলার

এক প্রশ্নের জবাবে শায়লা বলেন: ড. আযাহার আমাদের উপদেষ্টা। তিনি কোরআনের আলোকে ভেষজ উপাদানের মাধ্যমে চিকিৎসা দেন।

 

 

ডেস্ক রিপোর্ট, উদ্যোক্তা বার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here