বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) এর জেলা কার্যালয় গাজীপুর এর উদ্যোগে তিন দিনব্যাপী শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে।
আজ ০৪ ফেব্রুয়ারি, বিসিকের গাজীপুর জেলার শিল্প সহায়ক কেন্দ্রের উপ-ব্যবস্থাপক জনাব মোঃ নজরুল ইসলাম এর সভাপতিত্বে গাজীপুরের জেলা প্রশাসক জনাব এস এম তরিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উক্ত প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করেন। উক্ত প্রশিক্ষণ কোর্সে গাজীপুর জেলার বিভিন্ন ক্যাটাগরির আগ্রহী ও সম্ভাবনাময় ৩০ জন বেকার যুবক অংশগ্রহণ করেন।


শিল্প ইউনিট প্রতিষ্ঠার বিভিন্ন কলাকৌশল ও নিয়ম কানুন সম্পর্কে বিস্তারিত ধারনা প্রদান ও নতুন উদ্যোগ গ্রহণের জন্য উদ্যোক্তাদের উৎসাহিত করণের লক্ষ্যে গৃহীত কর্মসূচি ০৪ ফেব্রুয়ারি ২০২০ খ্রিস্টাব্দ হতে ০৬ ফেব্রুয়ারি ২০২০ খ্রিস্টাব্দ পর্যন্ত চলবে।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন জনাব আইরিন খানম, জেলা সমবায় কর্মকর্তা, গাজীপুর; জনাব শামীম হোসেন, সহকারি পরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিস, গাজীপুর এবং বিসিকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

ডেস্ক রিপোর্ট, উদ্যোক্তা বার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here