২৮তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ)-২০২৪ এ এসএমই ফাউন্ডেশন বিগত বছরের ন্যায় এসএমই উদ্যোক্তাদের পণ্য প্রদর্শন ও বিক্রয়ের উদ্যোগ গ্রহণ করেছে।
মেলায় অংশগ্রহণে আগ্রহী উদ্যোক্তাদের গুগল ফরমে ৩০ ডিসেম্বর ২০২৩ তারিখের মধ্যে আবেদন করতে হবে। এছাড়া আবেদন ফরম ঢাকাস্থ এসএমই ফাউন্ডেশনের কার্যালয়ে এবং ফাউন্ডেশনের ওয়েবসাইট (http://smef.gov.bd) থেকে ডাউনলোড করা যাবে।
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশগ্রহণকারীদের চূড়ান্ত তালিকা এসএমই ফাউন্ডেশনের ওয়েবসাইট এবং ফাউন্ডেশনের ভেরিফাইড ফেইসবুক পেইজে (SME Foundation) প্রকাশ করা হবে।
কেবলমাত্র চূড়ান্তভাবে বাছাইকৃত উদ্যোক্তাদের নিকট হতে স্টল ফি পে-অর্ডারের মাধ্যমে গ্রহণ করা হবে।
উল্লেখ্য, বিকাশ/নগদ/রকেট/উপায় ইত্যাদির মাধ্যমে কোন লেনদেন করা হবে না। নতুন, সৃজনশীল, বহুমুখী এবং সরকারের অগ্রাধিকারভূক্ত খাতের উদ্যোক্তাদের অংশগ্রহণে প্রাধান্য দেয়া হবে।
পণ্যের মান ও ধরণ, মেলায় অংশগ্রহণের যোগ্যতা এবং সর্বোপরি ‘আগে আসলে আগে পাবেন’ ভিত্তিতে স্টল বরাদ্দ চূড়ান্ত করা হবে।
স্টল সাইজ ৬x৬ ফুট, স্টল ফি ১ লক্ষ টাকা
পর্যটন ভবন (লেভেল ৬ ও ৭) ই-৫/সি-১, আগারগাঁও প্রশাসনিক এলাকা, শের-ই-বাংলা নগর, ঢাকা-১২০৭
মোবাইল: ০১৬৭৫০০৯৬৮৯, ০১৭১১২৪৭৮৮৪, ০১৭১৩০৬৬৭১২, ০১৭২১০১২৩৪০, ০১৭৬১৮৩৩৩১৪ (সকাল ৯টা-বিকাল ৪টা)
২৮তম আন্তর্জাতিক বাণিজ্যমেলা ১৫ জানুয়ারি – ১৫ ফেব্রুয়ারি ২০২৪ এ হওয়ার সম্ভাবনা রয়েছে।
বঙ্গবন্ধু বাংলাদেশ – চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার, পূর্বাচল নিউ টাউনে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক বাণিজ্য মেলা।
সেতু ইসরাত,
উদ্যোক্তা বার্তা