ঢাকাইয়া শীত, তারমানেই শীতের তীব্রতা কম কিন্তু তাই বলে শীতের পিঠা পুলি বা ভাপা পিঠার ভোজন রসিকরা কি বঞ্চিত হবেন? শীতের পোশাক কিংবা অলংকার সামগ্রী ব্যবহার বা কেনা থেকে বিরত থাকবেন? অবশ্য-ই না।
হ্যাঁ, এই সব কিছু যেনো এক ছাদের নিচে ক্রেতা দর্শনার্থীরা পায় এবং ধারাবাহিক ভাবে শীতের সকল ঢাকাইয়া ঐতিহ্য তুলে ধরতে “ঢাকাইয়া ইভেন্ট” আয়োজন করেছে “ঢাকাইয়া শীত মেলা”।
রাজধানীর ধানমণ্ডি ২৭, মিনা বাজারের বিপরীত পার্শে ন্যান্দো’স ভবনের চার তলায় আজ শুক্রবার এবং শনিবার দুদিন এ মেলা চলবে। সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা সকলের জন্য উন্মুক্ত থাকছে।
মেলায় বিভিন্ন রকম পিঠা ও খাবারের পাশাপাশি পোশাক-অলংকার নিয়ে প্রায় ২৫জন উদ্যোক্তা ২০টি স্টল নিয়ে বসেছেন।
আয়োজকরা জানান, মূলত ঢাকার ঋতু অনুযায়ী সকল সংস্কৃতি তুলে ধরতে তাদের এই প্রয়াস। যেমন পুরান ঢাকার খাবারের ঐতিহ্য নিয়েও ধারাবাহিক ভাবে তারা কাজ করবেন। তাদের চাওয়া, ঢাকা বাসির যান্ত্রিক জীবনেও ঐতিহ্য তথা শেকড়’কে মনে করিয়ে দেয়া।
ডেস্ক রিপোর্ট, উদ্যোক্তা বার্তা