ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আয়োজিত ডিএনসিসি মেয়র কাপ সিজন-২ এর লোগো ও ট্রফি উন্মোচনের মাধ্যমে টুর্নামেন্টের উদ্বোধন করেছেন ভারতের জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও ভারতীয় ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি সৌরভ গাঙ্গুলি।
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর গুলশানে ওয়েস্টিন হোটেলে উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি মেয়র মোঃ আতিকুল ইসলাম তারকা ক্রিকেটার সৌরভ গাঙ্গুলিকে ডিএনসিসি মেয়র কাপ সিজন-২ এর শুভেচ্ছাদূত হিসেবে ঘোষণা করেন।
আগামী মার্চ মাসের প্রথম সপ্তাহে শুরু হবে মেয়র কাপ। টুর্নামেন্টে থাকছে ক্রিকেট, ফুটবল ও ভলিবল। ক্রিকেট ও ফুটবলে ৫৪টি ওয়ার্ডের সাধারণ কাউন্সিলরের নেতৃত্বে ৫৪টি টিম এবং ভলিবলে সংরক্ষিত নারী কাউন্সিলরদের নেতৃত্বে ১৮টি টিম অংশগ্রহণ করবে।
প্রধান অতিথির বক্তৃতায় ডিএনসিসি মেয়র বলেন, ‘তরুণ প্রজন্মকে খেলাধুলায় আকৃষ্ট করতেই আমরা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে মেয়র কাপ টুর্নামেন্ট আয়োজনের উদ্যোগ নিয়েছি। সমাজকে মাদকমুক্ত করতে খেলাধুলার কোনো বিকল্প নেই। নতুন প্রজন্মকে মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত করতে একটি বড় হাতিয়ার হলো খেলাধুলা। এই মেয়র কাপ মাদকের বিরুদ্ধে, ভবিষ্যৎ প্রজন্মকে বার্তা দেওয়ার জন্য। মাদকমুক্ত দেশ গড়তে খেলাধুলার বিকল্প নেই। আমাদের বাচ্চাদের খেলাধুলায় উৎসাহ দেওয়ার জন্য, মাদককে না বলার জন্যই এই প্রতিযোগিতা। মাদকমুক্ত দেশ গড়তে এই টুর্নামেন্টের মধ্য দিয়ে প্রচার চালানো হবে।’
মেয়র আরও বলেন, ‘ভবিষ্যৎ প্রজন্ম সঠিকভাবে বেড়ে উঠতে যেমন প্রয়োজন শারীরিক সুস্থতা, তেমনই প্রয়োজন মানসিক সুস্থতা। শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা খুবই গুরুত্বপূর্ণ। অথচ ঢাকা শহরে পর্যাপ্ত খেলার মাঠ নেই। চারপাশে শুধু ভবন নির্মাণ হচ্ছে। আপনারা জেনে খুশি হবেন আমরা ২৪টি মাঠ ও পার্ক নির্মাণ করছি, এর মধ্যে ১৮টি উন্মুক্ত করে দেয়া হয়েছে; বাকি ৬টির কাজ শেষ পর্যায়ে।’
তিনি বলেন, ‘কিছুদিন আগেও মিরপুর প্যারিস রোড সংলগ্ন মাঠটি উদ্ধার করে উন্মুক্ত করে দিয়েছি। সেখানে এখন শত শত শিশু খেলাধুলা করছে।’
তিনি আরও বলেন, ‘গত ১৯ ফেব্রুয়ারি মিরপুরে কালশীতে হারুন মোল্লা ফ্লাইওভার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী উদ্বোধন স্থল বালুমাঠটিকে প্লট হিসেবে বরাদ্দ না দিয়ে সেটিকে মাঠ ও পার্ক নির্মাণ করার ঘোষণা দেন। আমি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে। আমাদের সৌভাগ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন ক্রীড়াপ্রেমী মানুষ। প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ খেলাধুলায় সফলতা অর্জন করে চলেছে। ক্রিকেট ও ফুটবলের মাধ্যমে বাংলাদেশ বিশ্বে পরিচিত হয়েছে। সম্প্রতি ভলিবলেও বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। ভলিবলে বাংলাদেশ এশিয়ায় পঞ্চম স্থানে রয়েছে। আমি ভলিবল ফেডারেশনের প্রেসিডেন্ট হিসেবে কাজ করে যাচ্ছি।’
মাদকমুক্ত সমাজ গড়তে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আয়োজিত ‘মেয়র কাপ’ ২০২৩ টুর্নামেন্টের উদ্যোগ ভালো লেগেছে উল্লেখ করে ভারতীয় কিংবদন্তি তারকা সৌরভ গাঙ্গুলি বলেন, ‘যতবারই আমি বাংলাদেশে আসি, এত মানুষের ভালোবাসা পাই আমি বুঝতে পারি না এটা ভারত না বাংলাদেশ। আমাকে এত ভালোবাসা, এত নিজের মনে করার জন্য আন্তরিক শুভেচ্ছা। মেয়র কাপ যেটি দ্বিতীয় সিজনের উদ্বোধন হলো, এটি কিন্তু পশ্চিম বাংলাতেও হয়। কোলকাতায় আমরা ফুটবল করি, ক্রিকেট করি। এখানে ভলিবল, বাস্কেটবল, ক্রিকেট, ফুটবল বিভিন্ন ধরনের খেলা হয়। এটি সত্যিই ভালো লেগেছে। তরুণদের খেলাধুলায় ব্যস্ত রাখার এই উদ্যোগ প্রশংসার।’
বাংলাদেশে আসার স্মৃতি রোমান্থন করে সৌরভ গাঙ্গুলি বলেন, ‘বাংলাদেশে আমি প্রথম আসি ১৯৮৯ সালে, অনূর্ধ্ব-১৯ দলের হয়ে এশিয়া কাপ খেলতে। সেই থেকে বাংলাদেশের মানুষের সঙ্গে আমার সম্পর্ক। প্রথম অধিনায়ক হিসেবে ক্রেস্ট পেয়েছি সেটাও বাংলাদেশের বিরুদ্ধে খেলায়। এদেশের প্রচুর মানুষ আমার বন্ধু। হয়তো গেলো দশ বছর আমি আসিনি। কিন্তু বাংলাদেশের বন্ধুদের সাথে আমার দেখা হতো পৃথিবীর বিভিন্ন জায়গায়।’
এবার বাংলাদেশে এসে ঢাকার রাস্তাঘাট দেখে মুগ্ধ হয়েছেন গাঙ্গুলি। তিনি বলেন, বিমানবন্দর থেকে গুলশান আসার পথে দেখলাম প্রশস্ত রোড, বড় ফ্লাইওভার। বাংলাদেশে এসে উন্নয়ন দেখে আমার খুব ভালো লেগেছে। খুব সুন্দরভাবে সব কিছুর সঙ্গে বাংলাদেশ নিজেকে এগিয়ে নিচ্ছে। বাংলাদেশের উন্নয়ন কার্যক্রমের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করেন তিনি।
অনুষ্ঠানে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম রেজা, বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার রকিবুল হাসান, আকরাম খান, আতাহার আলি খান, মিনহাজুল আবেদিন নান্নু, গাজী আশরাফ আলী লিপু, খালেদ মাসুদ পাইলট, জাতীয় দলের সাবেক ফুটবলার কায়সার হামিদ, ডিএনসিসির কাউন্সিলর এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ডেস্ক রিপোর্ট,
উদ্যোক্তা বার্তা