ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র এবং ঐক্য ফাউন্ডেশন এর সভাপতি (উদ্যোগ সম্প্রসারণ উইং) মোঃ আতিকুল ইসলাম আজ মঙ্গলবার ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন। পুষ্পস্তবক অর্পণ শেষে ডিএনসিসি মেয়র এক মিনিট নিরবতা পালন করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে মন্ত্রী পদমর্যাদা দেওয়ায় ডিএনসিসি মেয়র বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী আমাকে যে সম্মান দিয়েছেন সেজন্য তাঁর প্রতি কৃতজ্ঞতা জানাই। আজ ধানমন্ডি ৩২ নম্বরে এসে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে প্রতিজ্ঞা করছি যতদিন দায়িত্বে থাকবো বঙ্গবন্ধুর আদর্শ লালন করে মানুষের জন্য কাজ করে যাবো।
তিনি বলেন: জাতির পিতা সারাজীবন মানুষের জন্য সংগ্রাম করেছেন। তিনি কখনও নিজেকে নিয়ে ভাবেননি। সবসময় মানুষের কথা ভাবতেন। মানুষের জন্য, দেশের জন্য সারাজীবন সংগ্রাম করেছেন। বঙ্গবন্ধুর আদর্শকে লালন করে দেশের জন্য কাজ করতে হবে।
মেয়র আতিকুল ইসলাম আরও বলেন, ‘বঙ্গবন্ধুর আদর্শকে শুধু মুখে নয়, বুকে ধারণ করে মানুষের জন্য এবং দেশের জন্য কাজ করতে হবে।’
সেসময় ডিএনসিসি মেয়র ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত ঐতিহাসিক বাড়িটি ঘুরে দেখেন।
ডেস্ক রিপোর্ট
উদ্যোক্তা বার্তা