করোনার দুই বছর পর রাজধানীর আগারগাঁওয়ে জমে উঠেছে জাতীয় বৃক্ষমেলা ২০২২। পুরো জুন মাস জুড়ে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত। মেলায় শতাধিক স্টলে দেশি বিদেশী নানা ফলদ ও বনজ গাছ নিয়ে বিক্রেতারা গাছের পসরা সাজিয়ে বসেছে।
করোনাকালীন সময়ে নগরবাসীর ছাদ কৃষির প্রতি আগ্রহ বাড়ায় এবার বৃক্ষমেলায় বেশি বিক্রি হচ্ছে ছাদ বাগানের গাছ।
মেলা ঘুরে দেখা গেছে, এমন গাছের প্রতি ক্রেতাদের আগ্রহ বেশি যা শহরে কম জায়গায় কম সময়ে ফলন হয়। তাই ১১০টি স্টলে ২০০ প্রজাতির ফল-ফুল ও শোভার্বধনের গাছ পাওয়া যাচ্ছে।
হরেকরকম আম এবং জাম-কাঁঠালসহ নানা দেশী-বিদেশী ফল গাছের সাথে বৃক্ষমেলায় রয়েছে বিচিত্র রকমের ফুলের গাছ। এছাড়া রয়েছে থাইল্যান্ড থেকে আমদানি করা বিদেশী বিভিন্ন প্রজাতির অর্কিডের সমাহার। গাছপ্রেমী নগরবাসী গাছ কিনতে মেলায় ছুটে আসছেন।
বৃক্ষমেলায় নানারকমের আর্কষনীয় টবও আছে, যা শহরে ছাদ বাগানিদের জন্য প্রয়োজনীয়। আর বিভিন্ন রকমের সার ও কীটনাশকও পাওয়া যাচ্ছে বৃক্ষমেলায়।
‘বৃক্ষ প্রাণে প্রকৃতি প্রতিবেশ, আগামী প্রজন্মের টেকসই বাংলাদেশ’- প্রতিপাদ্যকে সামনে রেখে বৃক্ষমেলা চলবে আগামী ৪ জুলাই পর্যন্ত।
আফসানা অভি
উদ্যোক্তা বার্তা