জমে উঠেছে পাবনার বিসিক উদ্যোক্তা মেলা

0

পাবনা সদরের টাউন হল স্বাধীনতা চত্বরে চলছে ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা। গত ২২ জানুয়ারি আয়োজনটির উদ্বোধনী পর্বে প্রধান অতিথি ছিলেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স।

মেলায় সিংহভাগই পাবনা জেলার উদ্যোক্তা হলেও রাজশাহী, ঢাকা, বান্দরবান, বগুড়াসহ বেশ কয়েকটি জেলার উদ্যোক্তাদের উপস্থিতি রয়েছে। সকল উদ্যোক্তা দেশীয় পণ্যে তাদের স্টল সাজিয়েছেন।

এর মধ্যে রয়েছে পাটপণ্য, বাঁশ ও ছনের তৈরি পণ্য, পোশাক, গৃহসজ্জা সামগ্রী, রূপসজ্জা সামগ্রী, পাবনার খাঁটি গাওয়া ঘি, পাহাড়িদের হাতে তৈরি ব্যাগ, মধু, কালাইরুটি, আচার, ফাস্ট ফুড আইটেমসহ বিভিন্ন ধরনের খাবার নকশিকাঁথা, বাচ্চাদের বই ও খেলনাসহ বাহারি সব দেশীয় পণ্য।

মেলার পঞ্চম দিনে উদ্যোক্তাদের তৈরি দেশীয় পণ্য দেখতে ও কিনতে মেলা প্রাঙ্গণে ভিড় জমিয়েছিলেন অসংখ্য ক্রেতা দর্শনার্থী। রেহানা বেগম নামে এক দর্শনার্থী উদ্যোক্তা বার্তাকে বলেন, “আমাদের দেশে এত চমৎকার পণ্য তৈরি হচ্ছে, যা আমাদের কাছে ভীষণ ভালো লাগার বিষয়। পাটপণ্য, বাঁশ-ছনের পণ্য, চিস্তা ফুড বিডির খাঁটি গাওয়া ঘি, থার্ড জেন্ডার উদ্যোক্তা মাহিনের প্রতিষ্ঠানসহ বেশকিছু উদ্যোক্তার যে কোয়ালিটিফুল প্রোডাক্ট দেখলাম, এই মান ধরে রাখলে তাদের উদ্যোগ অনেক দূর ছড়িয়ে যাবে। সুকন্যা ফ্যাশন হাউস, নাজিরপুর মহিলা উন্নয়ন সংস্থার মতো প্রতিষ্ঠানের পণ্যগুলো বিদেশে রপ্তানি হওয়ার মতো।”

পাবনা সদরে স্বাধীনতা চত্বরে মেলাটি অনুষ্ঠিত হচ্ছে। তবে স্থানটি মুক্ত মঞ্চ টাউন হল নামেও পরিচিত। ৩১ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা রাত ৯টা মেলা সকলের জন্য উন্মুক্ত।

দশদিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা, পাবনার আয়োজন করেছে বিসিক জেলা কার্যালয়, পাবনা সহযোগিতায় রয়েছে পাবনা জেলা প্রশাসন।

তামান্না ইমাম,
উদ্যোক্তা বার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here