প্রাণের বর্ষবরণের প্রতিপাদ্য “মস্তক তুলিতে দাও অনন্ত আকাশে” এই স্লোগানকে অন্তরে লালন করে শুরু হলো এবারের পাটপণ্যের “বৈশাখী মেলা ১৪২৬”। সোনালী আঁশের অতীত ঐতিহ্যকে  ধারণ করে বহু পাটজাতপণ্যের বাহার নিয়ে জেডিপিসি (জুট ডাইভারসিফিকেশন প্রমোশনাল সেন্টার) প্রাঙ্গণে বাঙালীর প্রাণের মেলায় পসরা সাজিয়ে স্টল দিয়েছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত উদ্যোক্তারা। এবারের বৈশাখী মেলায় ঘুরে যা দেখা গেলো তার মধ্যে অন্যতম আকর্ষনীয় পাটপণ্যের মধ্যে ছিল জুটের ব্যাগ, ফুলদানি, খেলনা পুতুল, জুয়েলারি, জুটের পাদুকা, জুটের শপিং ব্যাগ, শাড়ি, জুটের বিভিন্ন ধরনের হোমডেকর পণ্য।

মেলায়  বিভিন্ন শ্রেণী-পেশা’র মানুষের সমাগম দেখা যায়। মেলায় আগত ক্রেতারা বলেন, পাটজাত পণ্যের সোনালী দিন ফিরে এসেছে। এসময় একজন বয়োজ্যেষ্ঠ ক্রেতা বলেন, আগে পাটের এতো বহুমুখী ব্যবহার ছিল না, এখন অনেক পাটজাত পণ্য দেখছি, এতে দেশের অর্থনীতি সমৃদ্ধ হচ্ছে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

উদ্যোক্তা কাকলী সরকার ইউ বি প্রেস কে বলেন, মেলায় এসে বেশ সাড়া মিলছে। তার তৈরীকৃত ঘর সাজানোর পণ্য, জুয়েলারি, মাদুর, সিকা, ব্যাগ, ফুলদানি, খেলনা পুতুল ইত্যাদি পণ্য দেখে ক্রেতারা বেশ আগ্রহ প্রকাশ করছেন এবং পণ্য কিনছেন।

জেডিপিসি মেলার প্রাঙ্গণে মোট ৪৬ টি স্টল আছে। স্টলগুলোর মধ্যে আছে-  তাইফা একক্স, পাটের জন্য ভালোবাসা, গোল্ডেন, ভাই ভাই জুট, মাহাবুব জুটেকক্স, সাম্পান ক্রাফাটস, নকশী বাংলা ইকোটেকক্স, বেঙ্গল জুট ওয়ার্কাস, মিনা জুট ফেব্রিক এন্ড হ্যান্ডিক্রাফটস, দি ম্যাগনেটস, ন্যাচারাল হ্যান্ডিক্রাফটস, ই- এন্টারপ্রাইজ, হলি ক্রাফটস এন্ড ফ্যাশন, জারিফ এন্টারপ্রাইজ, ফাইন ফেয়ার ক্রাফট, গিফট এন্ড বিডি, আর্টিস্টিক জুট বাংলাদেশ, নারী সমবায়, রংপুর ক্রাফট, জুট ক্রাফট, ডিজাইন  বাই রুবিনা, দি সোর্স, নীলমাধব,  আজমির এন্ড আতিয়া হস্তশিল্প, মেসার্স আমলী এক্সপোর্ট, আনা ফ্যাশন বুটিকস, গ্রীন টেক্সট, রাহেলা জুট ক্রাফটস, জারমার্টজ লিমিটেড, আফিল জুট উইভিং মিলস লিঃ, রুপালী কুটির শিল্প, কে ২ কে ইন্টারন্যাশনাল, ফারজানাস জুট এন্ড ক্রাফটস, ব্যাগ বাজার, ট্রিম টেক্সট বাংলাদেশ, বেকি সেন্টার, পুষ্প হস্তশিল্প, গ্রীন আর্থ কটেজ, আলিফ ইন্টারন্যাশনাল ফেব্রিক এন্ড জুট প্রোডাক্টস, গ্রীন মিশন, জননী জুট প্রোডাক্টস, ক্রাফট এন্ড ক্রাফটস।

মেলায় আগত উদ্যোক্তাদের সাথে কথা বলে জানা যায়, এবারের মেলায় ব্যাপক সাড়া মিলেছে। উদ্যোক্তারা আরো বলেন রাষ্ট্রীয় অনুদান এবং বর্তমান সরকারের আনুকূল্য পেলে পাটজাতপণ্য বিশ্বের দরবারে পৌঁছে দেওয়া সম্ভব।

 

 

ডেস্ক রিপোর্ট, উদ্যোক্তা বার্তা
ছবি- কোরবান আষাঢ়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here