বন্দরনগরী চট্টগ্রামে চলছে ২য় বাংলাদেশ সিএমএসএমই বাণিজ্য মেলা ২০২২। সারাদেশের বিভিন্ন স্থান থেকে উদ্যোক্তারা এসেছেন এবারের মেলাকে সফল করে তুলতে।
গত ৭ই জানুয়ারি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়ে মাসব্যাপী মেলা এখন চট্টগ্রামের সবার আগ্রহের কেন্দ্রবিন্দু। একদিকে চলছে উৎসবমুখর পরিবেশে কেনাকাটা। আরেকদিকে চলছে ছোট্ট কচিকাঁচাদের বিনোদনের নানান ব্যবস্থা।
মেলায় রয়েছে বাহারী সব পণ্য। কোনো উদ্যোক্তার স্টলে রয়েছে চামড়ার তৈরি অসংখ্য ডিজাইনের পণ্য। আবার কারও স্টলে রয়েছে গৃহস্থালি পণ্য। পাহাড়ি পণ্যের পসরা সাজিয়েছেন অনেকে। এছাড়াও রয়েছে মেয়েদের জন্য সাজসজ্জার সামগ্রী, বাচ্চাদের খেলনা সহ বাহারী সব পণ্য। মেলার ঠিক মাঝখানে রয়েছে বিভিন্ন খাবারের স্টল।
শাবাব লেদারের উদ্যোক্তা মাকসুদা খাতুন এসেছেন ঢাকা থেকে। মেলার অভিজ্ঞতা সম্পর্কে উদ্যোক্তা বার্তাকে তিনি জানান, “চট্টগ্রাম আমাদের কখনো হতাশ করেনি। দুহাত ভরে দিয়েছে বারবার। আমরা এবারও আশাবাদী আমাদের বিক্রি নিয়ে। আমরা বরাবরের মতো এবারও চামড়াজাত পণ্যের বাহারী ধরণ নিয়ে হাজির হয়েছি মেলায়।”
আশরাফুল আমিন নামের একজন ক্রেতা উদ্যোক্তা বার্তাকে জানান, “আমি সীতাকুণ্ডে থাকি। চট্টগ্রামে এসে শুনলাম এই মেলার কথা। তাই দেখতে এসেছি। সব পণ্যের দাম হাতের নাগালে। তাই আমিও কিনবো ভাবছি।”
মাসব্যাপী ২য় বাংলাদেশ সিএমএসএমই বাণিজ্য মেলা চলছে চট্টগ্রামের আম বাগান রোডের শহীদ শাজাহান মাঠে। এবারের মেলার সহযোগী হিসেবে আছে ঐক্য ডট কম ডট বিডি।
মশিউর শাফী,
ডেস্ক রিপোর্ট, উদ্যোক্তা বার্তা