ক্ষুদ্র উদ্যোক্তাদের নিয়ে প্রিজম প্রকল্প এবং নাসিবের ৩টি কর্মশালা

0

ঢাকায় শুরু হয়েছে ‘ডিসেন্ট ওয়ার্ক, লেবার রাইটস, হেলথ এন্ড সেফটি ফর এসএমই পোস্ট কোভিড’ শীর্ষক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা। সোমবার সকালে মালিবাগে নাসিব কার্যালয়ে এ কর্মশালাটি শুরু হয়। ইউরোপিয়ান ইউনিয়নের প্রিজম প্রকল্প এবং ন্যাশনাল এসোসিয়েশন অফ স্মল কটেজ ইন্সটিটিউট অফ বাংলাদেশ (নাসিব) যৌথভবে এটি আয়োজন করেছে।

২০ জন ক্ষুদ্র উদ্যোক্তাকে বিনামূল্যে প্রশিক্ষণ দেয়া হচ্ছে। অন্যদিকে একই স্থানে প্রিজম প্রকল্প এবং নাসিবের একই শিরোনামে আরেকটি প্রশিক্ষণ শেষ হয়েছে। এতেও ২০ জন ক্ষুদ্র উদ্যোক্তা প্রশিক্ষণ লাভ করেন। এছাড়া হবিগঞ্জ সদরের আলী ইদ্রিস উচ্চ বিদ্যালয়ে প্রিজম ও নাসিবের আয়োজনে ২০ জন উদ্যোক্তা নিয়ে ‘ডিসেন্ট ওয়ার্ক, লেবার রাইটস, হেলথ এন্ড সেফটি ফর এসএমই পোস্ট কোভিড’ শিরোনামের আরেকটি প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে।

অন্যদিকে রাজধানীর ক্ষুদ্র ও কুটির শিল্প প্রশিক্ষণ ইনস্টিটিউট (স্কিটি)-তে শেষ হয়েছে চার দিনব্যাপী ‘প্রডাক্টিভিটি ম্যানেজমেন্ট’ শীর্ষক আবাসিক কর্মশালা। প্রশিক্ষণটির যৌথ আয়োজক বিসিক ও ইউরোপিয়ান ইউনিয়নের প্রিজম প্রকল্প। এতে ২০ জন বিসিক কর্মকর্তা অংশ নেন।

ডেস্ক রিপোর্ট, উদ্যোক্তা বার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here