বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের আয়োজনে রংপুরের আরডিআরএস মিলনায়তনে বিডার অনলাইন ওয়ান স্টপ সার্ভিস পোর্টালের সার্বিক কার্যক্রম অবহিতকরণ সম্পর্কিত কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বিডার নির্বাহী চেয়ারম্যান লোকমান হোসেন মিয়া।
বিভগগীয় কমিশনার হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোহসিনা ইয়াসমিন, নির্বাহী সদস্য, বিডা, ড. চিত্রলেখা নাজনীন, জেলা প্রশাসক, রংপুর, মোঃ আজিজুল ইসলাম মিন্টু , সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, রংপুর চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, মোঃ গোলাম জাকারিয়া পিন্টু, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, রংপুর মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, আখতার জামান আরশি, ভাইস প্রেসিডেন্ট, রংপুর উইমেন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।
কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে বিডার নির্বাহী চেয়ারম্যান লোকমান হোসেন মিয়া বলেন, “গত ১৫ বছরে বৈপ্লবিক অবকাঠামোগত উন্নয়নের পরে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সামনে স্মার্ট বাংলাদেশ ভিশন তুলে ধরেছেন। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অন্যতম প্রধান উপদান হলো আধুনিক বিনিয়োগ ব্যবস্থা, আর বিনিয়োগ সেবাকে প্রযুক্তিগত ডিজিটাইস করার জন্য কাজ করে যাচ্ছে বিডা। বর্তমানে বিডা নিজস্ব ২০ সেবাসহ অন্যান্য ২৩টি প্রতিষ্ঠানের ৬৭ সেবা প্রদান করে আসছে। ইতোমধ্যে বিডা ৪৩ প্রতিষ্ঠানের সাথে এমওইউ স্বাক্ষর করেছে এবং দ্রুতই আরো ৯ টি প্রতিষ্ঠানের সাথে এমওইউ স্বাক্ষরিত হবে। যার ফলে আগামী দুই থেকে তিন মাসের মধ্যে বিডা ওএসএস থেকে ১০০টি বিনিয়োগ সেবা প্রদান করা সম্ভব হবে এবং এ অর্থবছরের মধ্যেই বিডা ওএসএস সবগুলো বিনিয়োগ সেবা অর্থাৎ ১৫৪ টি সেবা বিনিয়গকারীদের প্রদান করা সম্ভব হবে। শুধু ডিজিটাল সেবা প্রদান নয়, বিনিয়োগকারীদেরও ডিজিটাল সেবা নেওয়ার মানসিকতা অভ্যাস গড়ে তুলতে হবে।”
তিনি আরো বলেন, ব্যবসা শুরু করতে যেখানে ভিয়েতনামের ২৯ দিন, ইন্দোনেশিয়ার ৩৫ দিন, ভারতের ৬০ দিন লাগে; সেখানে আমাদের আরো বেশি দিন লাগে। কিন্তু বিডার সিংগেল উইন্ডো থেকে ডিজিটাল বিনিয়োগ সেবা নিলে স্বল্পসময়ে স্বল্পব্যয়ে হ্যাসেল ফ্রি ভাবে ব্যবসা শুরু করা যাবে।
তিনি একসাথে সকল বিনিয়োগ সেবা নিতে বিডা ওএসএস ব্যবহার করার জন্য বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানান।
বিডার সহকারী পরিচালক আবু জার গিফারী তমাল এর উপস্থাপনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বিডার রংপুর বিভাগের বিভাগীয় পরিচালক মোসাম্মৎ আরজু আরা বেগম। বিডার মহাপরিচালক জীবন কৃষ্ণ সাহা রায় বিডা ওএসএস হালনাগাদ চিত্র তুলে ধরেন এবং ওএসএস পোর্টাল হতে সেবা প্রাপ্তির সার্বিক ধারণা প্রদান করেন। এছাড়াও কর্মশালায় অন্যান্যের মধ্যে মোঃ আজিজুল ইসলাম মিন্টু, সিনিয়র ভাইস, প্রেসিডেন্ট রংপুর চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, মোঃ গোলাম জাকারিয়া পিন্টু, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, রংপুর মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, আখতার জামান আরশি, ভাইস প্রেসিডেন্ট, রংপুর উইমেন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি প্রমুখ বক্তব্য রাখেন।
ডেস্ক রিপোর্ট
উদ্যোক্তা বার্তা