Oikko.com.bd তে এসএমই পণ্যের অফার। বাংলাদেশের সিএমএসএমই উদ্যোক্তাদের এবং এসএমই পণ্যের ক্রেতাদের আস্থা অর্জন করেছে Oikko.com.bd.

সুবিশাল সুবৃহৎ এসএমই অনলাইন মার্কেটে বিভিন্ন সময় এস এম ই উদ্যোক্তাদের পণ্য নিয়ে ক্রেতাদের জন্য ঐক্যের থাকে ভিন্নধর্মীসব আয়োজন।

বৈশ্বিক মহামারীর আঘাতে বিশ্ব ব্যবসায় যে স্থবিরতা এবং পবিত্র ইদুল ফিতর কে সামনে রেখে এসএমই উদ্যোক্তাদের পণ্যের বাংলাদেশের সবচাইতে বড় ধামাকা অফার Oikko.com.bd রমজান ধামাকা অফার।

এসএমই উদ্যোক্তাদের শতশত পণ্য এবার সর্বোচ্চ ৫০% ডিস্কাউন্টে এ কিনতে পারবেন ক্রেতারা।
সিরামিক সামগ্রী, কুকওয়্যার, হোম ডেকর,ফ্যাশন ওয়্যার, নকশীকাথা, জামদানি, বেনারসি, অর্গানিক চা, হ্যান্ডমেড মসলা, উৎসবের খাবার, অর্নামেন্টস, কার্পেট, জেন্টস এন্ড লেডিস ফুটওয়্যার, অফিস এক্সেসোরিজ, বেল্ট, মানিব্যাগ, ওয়ালেট, শাড়ি, প্রোডক্টসহ শতশত লাইফ স্টাইল পণ্যের সর্বোচ্চ ৫০% ডিস্কাউন্ট।

Oikko.com.bd রমজান ধামাকা অফার দেশের প্রথম এসএমই পণ্যের এক্সক্লুসিভ ডিস্কাউন্ট অফার। যা এসএমই পণ্যের প্রচার প্রসার ও বিক্রয়ে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে এবং বাংলাদেশের ক্রেতাদের এসএমই পণ্য কিনতে আগ্রহী করে তুলবে এই অভিনব আয়োজন।

২৮ এপ্রিল থেকে ৫ মে ৮ দিন এই ধামাকা অফারে ক্রেতারা পণ্য কিনতে পারবে শুধুমাত্র Oikko.com.bd অনলাইন মার্কেট থেকে।

ডেস্ক রিপোর্ট, উদ্যোক্তা বার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here