উন্নয়ন কর্মকাণ্ডে দেশের চা শিল্প টেকসই ভিত্তির ওপর দাঁড়িয়েছে: প্রধানমন্ত্রী

0

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ সরকারের নেয়া নানাবিধ উন্নয়ন কর্মকাণ্ডের ফলে দেশের চা শিল্প এখন টেকসই ভিত্তির ওপর দাঁড়িয়েছে। চা রপ্তানির পুরাতন ঐতিহ্য ফিরিয়ে আনতে উৎপাদনের পাশাপাশি গুণগতমানের চা রপ্তানি বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছে সরকার।

মঙ্গলবার (৪ জুন) ওসমানী স্মৃতি মিলনায়তনে চতুর্থবারের মতো জাতীয় চা দিবস উদযাপন অনুষ্ঠানে এসব বলেন প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে চা শিল্পে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ৮ ক্যাটাগরিতে বিভিন্ন চা বাগান, কোম্পানি ও ব্যক্তিকে জাতীয় চা পুরস্কার- ২০২৪ তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

চা শ্রমিকদের প্রতি আরও যত্নবান হতে বাগান মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।

সরকার প্রধান বলেন, বৈচিত্রপূর্ণ চা উৎপাদনের জন্য বাগান মালিক ও ব্যবসায়ীদের আহ্বান জানাচ্ছি। আমাদের চা নিয়ে গবেষণা আরও বাড়াতে হবে।
তিনি বলেন, চা শিল্পে স্মার্ট কমার্স বাস্তবায়ন ও বহুমুখী রপ্তানি বৃদ্ধিতে উৎপাদনকারী ও বিপণনকারীসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ভাবে কাজ করতে হবে। চা শিল্পের অগ্রযাত্রায় সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।

ডেস্ক রিপোর্ট
উদ্যোক্তা বার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here