একটি স্বপ্ন নিয়ে ২০১৬ সালের আজকের দিনে পথচলা শুরু করেছিলেন শাবাব লেদারের সত্ত্বাধিকারী উদ্যোক্তা মাকসুদা খাতুন।
সেই স্বপ্নের পরিপূর্ণতা নিয়ে আজ শাবাব লেদারের বয়স ছয় বছর। গত পাঁচটি বছর দক্ষতা, মেধা ও মনন দিয়ে প্রতিষ্ঠানটি জয় করেছে দেশ ও বিদেশের গ্রাহকের মন।
শাবাব লেদারের ষষ্ঠ বছর পর্দাপণে কর্মীদের মাঝে ব্যাপক আনন্দ বিরাজ করছে। তবে মহামারি করোনার কারণে অনেকটাই সীমিত আকারে আয়োজনে বাধ্য হয়েছে প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ। শুধুমাত্র কর্মীদের নিয়ে কেক কাটা এবং দুপুরের খাবারে তাদের জন্য বিরিয়ানী পরিবেশন করা হবে।
প্রতিষ্ঠাবার্ষিকী সম্পর্কে জানতে চাইলে শাবাব লেদারের সত্ত্বাধিকারী মাকসুদা খাতুন উদ্যোক্তা বার্তাকে বলেন ‘এই পথচলার সঙ্গী আমার কর্মীবাহিনী। আজ মূলত তাদের জন্যই ঘরোয়াভাবে আমরা আয়োজন করেছি। আমি নিজে এখন রান্নাঘরে, কর্মীদের জন্য বিরিয়ানী করছি। দুপুরে একসঙ্গে বসে তাদের নিয়ে খাবার খাব।’
তিনি বলেন, ‘আয়োজন বড় করার ইচ্ছা ছিল কিন্তু কোভিডের কারণে সেটা সম্ভব হয়নি। এছাড়াও আমার শুভান্যুধায়ীদের জন্য যে গিফটের ব্যবস্থা করেছি, সেটা প্রস্তুত থাকলেও কোভিডের কারণে প্যাকেট টা সময় মতো ডেলিভারি পাইনি। সরকারের আরোপিত বিধিনিষেধ শেষ হলে সেই গিফট প্যাকেট পৌঁছে যাবে।’
খুব সাধারণ পারিবারের মেয়ে মাকসুদা, ছোট থেকেই ছিলের স্বাধীনচেতা, বেসরকারী আশা বিশ্ববিদ্যালয় থেকে হিসাব বিজ্ঞান এ মাস্টার্স সহ ফাইনান্সে এমবিএ শেষ করে জড়িয়েছেন শিক্ষকতায়। টানা চার বছর শিক্ষকতার পরে আবার দুটি বায়িং হাউসে চাকরি করেছেন। এরপরই শুরু শাবাব লেদারের।
আজকের এই বিশেষ দিনে আপনার অনুভূতি কী? জানতে চাইলে মাকসুদা বলেন, ‘‘আসলে আমার তীব্র ইচ্ছা শক্তিটাই পাথেয় হয়েছে। এ অনুভূতি মুখে বলে শেষ করা যাবে না। বর্তমানে কোভিড পরিস্থিতিতেও আমরা ভাল আছি, কর্মীরা ভালো আছেন। এখনো ৩৫ জন কর্মী কাজ করছে। গত বছরের জুলাইতেও ইটালিতে চামড়াজাত পণ্য পাঠিয়েছে। সব কিছু মিলিয়ে মহান সৃষ্টিকর্তার দোয়ায় আমরা সবাই ভাল আছি।’’
তিনি বলেন, ‘২০১৬ সালে মাত্র ৫ জন কর্মীর ছোট একটা পরিসরে শুরু করা আমার নতুন পরিচয়ের পরিপূর্ণতা হচ্ছে আমার আজকের উদ্যোক্তার রুপ। এখন আমার ৭৩ জন নিয়মিত কর্মী। ষষ্ঠ বছর পর্দাপণে ক্রেতা ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা জানাই।’
শাবাব লেদার মূলত লেডিসব্যাগ, জেন্টস ব্যাগ, ম্যানিব্যাগ, লং ওয়ালেট, বেল্ট, জ্যাকেট, কি রিং, ফাইল সহ যাবতীয় করপোরেট আইটেম নিয়ে কাজ করে থাকে। পাশাপাশি অনলাইন স্টোর দারাজ, বেশীদেশি, দর্পনসহ নিজের পেইজে পণ্য বিক্রি করা হয়।
এছাড়াও এখানে প্রেসিডেন্ট ল্যাগেজ, রংপুর এর কারুপণ্য সহ বেশ কিছু ব্র্যান্ডের চামড়াজাত পণ্য পাইকারীতে বিক্রি করা হয়।
উদ্যোক্তা বার্তা রিপোর্ট