রাজধানীর রায়ের বাজার বদ্ধভূমির পাশে চলছে মেলার আয়োজন। এবারের বিজয় উদ্যোক্তা মেলা ২০২১ এ অংশগ্রহণ করছে ৩৭টি স্টলে অসংখ্য উদ্যোক্তারা। উদ্যোক্তারা এই মেলায় আসতে পেরে অত্যন্ত উচ্ছ্বসিত।
বিজয় উদ্যোক্তা মেলা ২০২১ এ বাহারী সকল পণ্যের ভেতরে ছিল জামদানীর তৈরি বিভিন্ন পোষাক, জামা-কাপড়, কসমেটিকস, বাহারী গহনা, হাতের তৈরি কাঠের গহনা, হ্যান্ড প্রিন্টের গহনা সহ আরও অসংখ্য পণ্য।
বিজয়ের এই মহান লগ্নে দাঁড়িয়ে উদ্যোক্তারা অত্যন্ত উচ্ছ্বসিত। এই আয়োজনের মাধ্যমে তারা বিজয়ের সাথে একাত্বতা ঘোষণা করতে পারছেন। নীলাম্বরীর উদ্যোক্তা লায়লা নূর জানান, “মহান এই বিজয় দিবস আমাদের উদ্যোক্তাদেরও বিজয়। আমরা আশাবাদী যে ধীরে ধীরে অর্থনীতিতে বড় ভূমিকা রাখবো একদিন।”
বিজয় উদ্যোক্তা মেলা ২০২১ এর শুভ উদ্বোধন করেন সাবেক তথ্যমন্ত্রী ও সংসদ সদস্য হাসানুল হক ইনু। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এলিগেন্সের ব্যবস্থাপনা পরিচালক আয়েশা তাবাসসুম।
মশিউর শাফী,
ডেস্ক রিপোর্ট, উদ্যোক্তা বার্তা