রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে ৮০ জন উদ্যোক্তার তৈরি ফ্যাশন সামগ্রী নিয়ে প্লানিং বাই শেখা’স ইদ গালা ২.০ ঈদ মেলা অনুষ্ঠিত হয়েছে । ২৩ জুন থেকে ২৫ জুন পর্যন্ত তিনদিনের মেলায় দেশীয় পণ্য আর খাদ্য সামগ্রী নিয়ে উদ্যোক্তারা তাদের উদ্যোগ প্রদর্শন করেছেন।
আয়োজক শেখ মানি মারজান উদ্যোক্তা বার্তাকে জানান, ২০১৮ সাল থেকে তাতের এই যাত্রা। ‘আমাদের প্রধান উদ্দেশ্য ছিল উদ্যোক্তাদের জন্য একটা প্লাটফর্ম তৈরি করা। যার মাধ্যমে উদ্যোক্তারা তাদের পণ্য প্রদর্শন, প্রমোশন বা মার্কেটিং করার সুযোগ পান। তাছাড়া একজন নতুন উদ্যোক্তা বা ছোট উদ্যোক্তার একার পক্ষে সব করা সম্ভব না। আমরা চাই সবাই মিলে এগিয়ে যেতে। সেই ভাবনা থেকেই এবারের কুরবানি ঈদকে সামনে রেখে আমাদের এই আয়োজন।’
মেলা ঘুরে দেখা গেছে, নিত্যপ্রয়োজনীয় পণ্য থেকে শুরু করে বিভিন্ন বিলাসী পণ্য ছিল মেলায়। জামদানি, ব্লক বাটিক শাড়ি, থ্রি-পিস, কসমেটিকস ও জুয়েলারি ক্রেতাদের বেশি নজর কেড়েছে ।
এছাড়া ছেলেদের পাঞ্জাবিসহ ছোট বাচ্চাদের নানা পণ্যের পাশাপাশি ঘরে তৈরি সুস্বাদু খাবারের সমাহারও ছিল।
আফসানা অভি
উদ্যোক্তা বার্তা