“আমরা নারী, আমরা উদ্যোক্তা” গ্রুপের আয়োজনে নারীদের সম্মাননা

0

দেশের আর্থসামাজিক উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে অসামান্য অবদানের জন্য ৩৫ নারী উদ্যোক্তাকে পুরস্কৃত করলো আমরা নারী আমরা উদ্যোক্তা সংগঠন।

পহেলা জানুয়ারি রাজধানীর সেগুনাবাগিচায় কচিকাঁচার মিলনয়াতনে বিজয়ীদের হাতে অ্যাওয়ার্ড তুলে দেন প্রধান অতিথি নাগরিক ঢাকার সভাপতি এম নাঈম হোসাইন। ‘আমরা নারী, আমরা উদ্যোক্তা’ সংগঠনের সভাপতি রাহিমা আক্তার সুইটি’র সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন পাবলিক স্পিকার সোসাল এন্টারফ্রেন্স অব কানাডা’র শমশের আলী হেলাল, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি’র মাইন্ড জিম কাউন্সিলর ড.আলমাসুর রহমান, বিসিকের সাবেক চেয়ারম্যান মোস্তাক হাসান প্রমুখ।

আমরা নারী আমরা উদ্যোক্তার সভাপতি রাহিমা আক্তার সুইটি বলেন, “নতুন বছরে এগিয়ে যাওয়া নারীদের কর্মস্পৃহা আরও বাড়ানোর পাশাপাশি নতুন উদ্যোক্তাদের অনুপ্রেরনার লক্ষেই আমাদের এ আয়োজন।” অনুষ্ঠানে বক্তব্যে পাবলিক স্পিকার সোস্যাল এন্টারফ্রেস অব কানাডা’র শমসের আলী হেলাল জানান “নারীদের কর্মসংস্হানে একটা দেশ,একটি জাতি পরিবর্তিত হতে পারে। নারীরা হচ্ছে একটি সমাজ পরিবর্তনে বড় শক্তি হিসাবে কাজ করে।” প্রধান অতিথি নাগরিক ঢাকার সভাপতি এম,নাইম, হোসাইন জানান “আমাদের দেশের নারীরা উদ্যোক্তা হিসেবে দেশের অর্থনীতিতে বড় ভূমিকা পালন করছে,উদ্যোক্তারা যেভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে আমাদের দেশীয় পণ্য নিয়ে উদ্যোক্তারা বিদেশে বাংলাদেশকে গৌরবোজ্জ্বল করবে।”

পুরস্কার প্রদান শেষে কেক কাটার মধ্য দিয়ে শেষ হয় বর্ণিল এ আয়োজন ।

মাসুমা সুমি,
উদ্যোক্তা বার্তা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here