আপনার ব্যবসার উন্নতি করুন

0

চট্টগ্রাম উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রির উদ্যোগে এবং এসআইওয়াইবি ফাউন্ডেশন অব বাংলাদেশ এর সহযোগিতায় ২ মার্চ ৬ দিনব্যাপী ‘আপনার ব্যবসার উন্নতি করুন’ শীর্ষক প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে।

উইমেন চেম্বারের ভাইস-প্রেসিডেন্ট আয়েশা ফারহা চৌধুরী’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেম্বারের প্রেসিডেন্ট ইনচার্জ ও সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট আবিদা মোস্তফা।

তিনি বলেন, লক্ষ্য ও মনোবল ঠিক থাকলে জীবনে উন্নতি আসবেই। এ প্রশিক্ষণ উদ্যোক্তাদের উদ্যোগকে আরো বেগবান করতে সহায়ক হবে।

স্বাগত বক্তব্য রাখেন চিটাগাং উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রির পরিচালক কাজী তুহিনা আক্তার। শুভেচ্ছা বক্তব্য রাখেন এসআইওয়াইবি ফাউন্ডেশন অব বাংলাদেশের মাষ্টার ট্রেইনার জহির উদ্দিন বাবর। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চিটাগাং উইমেন চেম্বারের সিতারা রহমান এবং এসআইওয়াইবি ফাউন্ডেশন অব বাংলাদেশ এর প্রশিক্ষক রাফেজা বিনতে হিলালী।

ছয়দিনব্যাপী প্রশিক্ষণে ২১ জন প্রশিক্ষণার্থী অংশ নিচ্ছেন।

ডেস্ক রিপোর্ট
উদ্যোক্তা বার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here