আইফোন ১৬ বিক্রি নিষিদ্ধ হলো ইন্দোনেশিয়ায়

0

বিনিয়োগ প্রতিশ্রুতি পূরণ করতে ব্যর্থ হওয়ায় ইন্দোনেশিয়ার সরকার সে দেশে অ্যাপেলকে আইফোন ১৬ বিক্রি নিষিদ্ধ করেছে।

এই বছর সেপ্টেম্বর মাসে বাজারে লঞ্চ করা অ্যাপেলের iPhone 16 সিরিজ এর বাজারজাতকরণ বন্ধ করে দেওয়া হয়েছে। কারণবশত ইন্দোনেশিয়ার শিল্প মন্ত্রণালয় জানিয়েছে, ইন্দোনেশিয়াতে অ্যাপেলের স্মার্টফোন বা ট্যাব বিক্রি করতে হলে সেই প্রতিষ্ঠানের ন্যূনতম ৪০% স্থানীয় কনটেন্ট ভ্যালুর দরকার হয়।

অর্থাৎ পণ্যের উপাদান, সেবা বা মান স্থানীয়ভাবে প্রক্রিয়াজাত করতে হয়। এ শর্ত পূরণের জন্য প্রতিষ্ঠানকে স্থানীয়ভাবে উৎপাদনকেন্দ্র বা গবেষণাকেন্দ্রের মতো অবকাঠামো তৈরি করতে হয়।

জানা গেছে, প্রতিশ্রুতি অনুযায়ী ইন্দোনেশিয়ায় প্রায় ১০ কোটি ৮০ লাখ মার্কিন ডলার বিনিয়োগ করার কথা অ্যাপেলের। কিন্তু প্রতিশ্রুত বিনিয়োগের মধ্যে এখন পর্যন্ত ৯ কোটি ৫০ লাখ ডলার বিনিয়োগ করেছে সংস্থাটি। এখনও $২৩০ বিলিয়ন ডলার (প্রায় ১৪.৭৫ মিলিয়ন ডলার) বিনিয়োগ বাকি।

এ কারণে iPhone 16 Pro সিরিজ এবং Apple Watch Series 10 সহ অন্যান্য নতুন Apple প্রোডাক্ট ব্যান করে দেওয়া হয়েছে।

ইন্দোনেশিয়ার শিল্প মন্ত্রণালয় মঙ্গলবার জানিয়েছে যে ইন্দোনেশিয়ায় আইফোন ১৬ ব্যবহার সম্পূর্ণ বেআইনি, বাইরের দেশ থেকেও যাতে এই ফোন কোনো গ্রাহক কিনে না আনেন তার জন্য সতর্কতা জারি করা হয়েছে।

তথ্যসূত্রঃ ইন্টারনেট

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here