আমন্ত্রিত অতিথিদের সাথে প্রশিক্ষণার্থীরা

বিশ্বের ১৭০ টি দেশের সাথে বাংলাদেশেও আগামী ১২১৭ নভেম্বর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে সপ্তাহব্যাপী বিশ্ব উদ্যোক্তা সপ্তাহ ২০১৮। বিশ্ব উদ্যোক্তা সপ্তাহ ২০১৮ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের টু আই প্রকল্পের প্রকল্প পরিচালক জনাব মোস্তাফিজুর রহমান। আজ মঙ্গলবার ( নভেম্বর) ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ৭১ মিলনায়তনে আয়োজিতমিট দ্যা প্রেসঅনুষ্ঠানের মাধ্যমে এসব জানানো হয়।

সংবাদ সম্মেলনে বলা হয়সপ্তাহব্যাপী অনুষ্ঠানমালায় বাংলাদেশে উদ্যোক্তা উন্নয়ন  শীর্ষক আলোচনা সভাসেমিনারকর্মশালাদেশের প্রতিভাবান তরুণদের মাঝে ব্যবসা প্রস্তাবনা প্রতিযোগিতা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে উদ্যোক্তা সম্মেলনসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হবে।

বিশ্ব উদ্যোক্তা সপ্তাহ-২০১৮ নিয়ে কথা বলছেন সৈয়দ মিজানুর রহমান রাজু

‘মিট দ্যা প্রেস’  অনুষ্ঠানে বিশ্ব উদ্যোক্তা সপ্তাহের বিস্তারিত তুলে ধরেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য হামিদুল হক খান বাংলাদেশ ওপেন সোর্স  নেটওয়ার্কের সাধারণ সম্পাদক জনাব মুনির হাসান। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্টস  অ্যাফেয়ার্সের পরিচালক সৈয়দ মিজানুর রহমানক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক আবু তাহের খান, এন্ট্রাপ্রেনারশিপ বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক মোহাম্মদ শিবলী শাহরিয়ার প্রমুখ।

বিশ্ব উদ্যোক্তা সপ্তাহ-২০১৮ নিয়ে কথা বলছেন মোহাম্মদ শিবলী শাহরিয়ার প্রমুখ।

অনুষ্ঠানে ভারপ্রাপ্ত উপাচার্য হামিদুল হক খান বলেনকলোনিয়াল যুগ থেকেই আমাদের মাথার মধ্যে চাকুরী করার ধারণা পাকাপোক্ত হয়ে আছে।  ধারণা ভাঙতে হবে। কারণ একটি দেশ শুধু চাকুরি দিয়ে উন্নতি করতে পারে না। দেশের সামগ্রিক উন্নতির জন্য প্রচুর উদ্যোক্তা প্রয়োজন।  ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি  বাংলাদেশে উদ্যোক্তা তৈরির  লক্ষ্যে প্রথম  “এন্ট্রাপ্রেনারশিপবিভাগ চালু করাসহ বিভিন্ন উদ্যোগ নিয়েছে।

বিশ্ব উদ্যোক্তা সপ্তাহ উদযাপন সেই উদ্যোগেরই অংশ বলে মন্তব্য করেন হামিদুল হক খান।  তিনি বলেনবিশ্ব উদ্যোক্তা সপ্তাহ উদযাপন আমাদের শিক্ষার্থীদের মধ্যে উদ্যোক্তা হওয়ার ইচ্ছাকে জাগ্রত করবে বলে আশা করা যায়।

বিশ্ব উদ্যোক্তা সপ্তাহ-২০১৮ নিয়ে কথা বলছেন মুনির হাসান

বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের সাধারণ সম্পাদক জনাব মুনির হাসান বলেনপৃথিবীর ১৭০ টি দেশে বিশ্ব উদ্যোক্তা সপ্তাহ পালিত হবে। বাংলাদেশে উদ্যোক্তা সপ্তাহ উদযাপনের জন্য বেছে নেওয়া হয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে, কারণ এই বিশ্ববিদ্যালয়ে উদ্যোক্তা বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জনের জন্য এন্ট্রাপ্রেনারশিপ বিভাগ রয়েছে।  উদ্যোক্তা উন্নয়নে এটি বিরাট প্রশংসনীয় এক উদ্যোগ।

মুনির হাসান আরও বলেন, বাংলাদেশে উদ্যোক্তা তৈরি করতে হলে প্রবীণ উদ্যোক্তাসরকার রাজনীতিবীদদের এগিয়ে আসতে হবে। সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করলে দেশে উদ্যোক্তাবান্ধব পরিবেশ তৈরি হবে।

 

জেবুননেসা প্রীতি
এসএমই করেস্পন্ডেন্ট ,উদ্যোক্তা বার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here