১৪ নভেম্বর, শীর্ষস্থানীয় প্রযুক্তি সংস্থা যা ব্যবসা পরিচালনার সফ্টওয়্যার সরবরাহকারী ট্যালি সলিউশন, ৫ টি বিভাগে ২৫ জনকে বিজয়ী ঘোষণা করে ট্যালি এমএসএমই সম্মাননা ২০২৪-এর চতুর্থ সংস্করণ সফলভাবে উদযাপন করে। এমএসএমই ইকোসিস্টেমে উল্লেখযোগ্য অবদানের জন্য বিজয়ীদের এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে সম্মানিত করা হয় । WONDER WOMEN ক্যাটাগরিতে ন্যাচারাল ডাই এর উদ্যোক্তা আফরোজা সুলতানা শিউলিকে সম্মাননা দেয়া হয়।
wonder women, Business Maestro, Champion of cause, Newzen icon, Tech transformer – এই পাঁচ ক্যাটাগরিতে ২৫ জন ব্যক্তিকে সম্মাননা দেয়া হয়।
ট্যালি সল্যুশনস একটি শীর্ষস্থানীয় বিজনেস ম্যানেজমেন্ট সফ্টওয়্যার যেটি দেশের ১২ হাজারেরও বেশি ব্যবসাকে তাদের অ্যাকাউন্টিং এবং ইনভেন্টরিতে সাহায্য করেছে৷ ট্যালি শুরু থেকেই এর সহজ এবং শক্তিশালী পণ্যগুলোর দ্বারা ব্যবসা চালানোর পদ্ধতিতে বিপ্লব ঘটিয়েছে। ধারাবাহিকভাবে প্রথাগত প্রযুক্তির বাইরে গিয়ে, ট্যালি অনন্য উদ্ভাবন এবং নেতৃত্বের প্রতীক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে।
আন্তর্জাতিক সফটওয়্যার প্রতিষ্ঠান ‘ট্যালি’ MSME Honor 2024 – ৪র্থ বারের মতো এই আয়োজন করেন। আয়োজন প্রসঙ্গে বাংলাদেশ কান্ট্রি হেড সালাউদ্দিন সান্জি বলেন এমএসএমই সম্মাননা তৃণমূল পর্যায়ে এমএসএমইর বৈচিত্র্য এবং ইতিবাচক প্রভাবকে তুলে ধরে। এই প্ল্যাটফর্মটি তাদের প্রতিশ্রুতি, উদ্ভাবনী চিন্তাভাবনা এবং শ্রেষ্ঠত্ব অর্জনের প্রচেষ্টাকে সম্মানিত করার একটি উদ্যোগ যা সত্যই উদীয়মান উদ্যোক্তাদের মধ্যে উল্লেখযোগ্য প্রভাব ফেলেছে। এমএসএমই অনার্স হল সাফল্যের গল্পকে প্রদর্শন করার একটি প্ল্যাটফর্ম যা অগণিত উদ্যোক্তাকে সংকল্পের সাথে তাদের স্বপ্নকে অনুসরণ করতে অনুপ্রাণিত করে। এটি বাংলাদেশ সরকারের লক্ষ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ যা নেতৃত্ব প্রদানকে উৎসাহিত করছে এবং
জাতীয় অর্থনীতির উন্নয়ন ও বৈচিত্র্যে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ খাতের ভূমিকা বাড়িয়ে তুলছে।
হোটেল রেডিসনে একটি জমকালো আয়োজনের মধ্য দিয়ে ২৫ প্রতিষ্ঠানকে পুরস্কার তুলে দেয়া হয়। পুরস্কার তুলে দেন বাংলাদেশ কান্ট্রি হেড সালাউদ্দিন সান্জি।
আফরোজা সুলতানা শিউলি, জীবনযুদ্ধে হার না মানা এক সৈনিক। ১৯৯৮ সালে থ্যালাসেমিয়া পরবর্তীতে ২০১৫ সালে ব্লাডে MDS নামে একটা ক্যান্সার ধরা পরে। অন্যান্য ওষুধের সাথে কেমোর ইঞ্জেকশন দিতে হবে যতদিন বাঁচবেন। এতোকিছুর পরেও একটুও ভেঙে পড়েননি শিউলি৷ ন্যাচারাল ডাই নিয়ে দীর্ঘ ৮ বছর পরিচালনা করছেন তার উদ্যোগ Zaarin’s Creation।
তিনি ব্লক এবং ন্যাচারাল ডাই নিয়ে কাজ করেন। পিওর ন্যাচারাল ডাই যেখানে কোন ক্যামিকেল ব্যবহার করেন না। শাড়ি,থ্রিপিস, টুপিস,ওড়না,স্কার্ফ,পাঞ্জাবি, শার্ট,ফতুয়া, বেডশিট, পর্দা,কুশনকভার বিভিন্ন পন্য নিয়ে কাজ করছেন। শাড়ির মধ্যে ন্যাচারাল ডাই এর মসলিন, এন্ডিসিল্ক,বলাকা সিল্ক,ক্রেপ সিল্ক এবং সুতি নিয়ে কাজ করেন। নতুন নতুন এক্সপ্রিমেন্ট করতে ভালো লাগে ডাই নিয়ে। কোয়ালিটি নিয়ে কখনোই কোন কমপ্রোমাইজ করেন না শিউলি।
সরাসরি রপ্তানি না হলেও দেশের বাইরে প্রচুর প্রোডাক্ট যায় শিউলির। জাপান থেকে প্রথম অর্ডার পান ২০ টি ব্লকের চাদর। এছাড়াও আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা, জাপান, কোরিয়া, দুবাই, ইন্ডিয়া, লন্ডন সহ ইউরোপের বিভিন্ন দেশে গিয়েছে। দেশের মধ্যে প্রতিটি বিভাগেই কম বেশি পণ্য গিয়েছে। সময় সুযোগ পেলে এসএমই মেলাসহ ঢাকার বিভিন্ন মেলাগুলোতে তিনি অংশগ্রহণ করেন।