‘উইভড’ এর তিন বছর পুর্তি উদযাপিত হলো রাজধানীর ‘আমারি’ হোটেলের ক্যাসকেইড মিলনায়তনে। ‘উইভড প্রেজেন্টস হাই টি উইথ চৈতী’ অনুষ্ঠানে উইভড গ্রুপের সদস্যরা আমন্ত্রিত ছিলেন।
উইভড মানে বোনা। উইভড নামে ফেইসবুকভিত্তিক গ্রুপ বাংলাদেশের ঐতিহ্যবাহী জামদানী নিয়ে কাজ করছে গত তিন বছর ধরে। দেশের শীতলক্ষ্যার পাড়ে জামদানী শাড়ির যে নকশা, বুনন সেটা পৃথিবী জুড়ে সমাদৃত।
‘উইভড’ এর সিইও এবং ঐক্য এসএমই ডিজিটাল ইন্সটিটিউট এর ডিরেক্টর, উইমেন এমপাওয়ারমেন্ট কম্পিটেন্স অ্যান্ড এমপ্লয়মেন্ট ফারহানা আহমেদ চৈতী বলেন: আমি অনেক বছর ধরেই নারীর ক্ষমতায়ন নিয়ে কাজ করছি। আজ যে আয়োজন করা হয়েছে সেখানে আমি নারী উদ্যোক্তাসহ বিভিন্ন সেক্টরে সফল নারীদের নিয়ে একটা মিটআপের ব্যবস্হা করেছি। ঐক্য এসএমই ডিজিটাল ইন্সটিটিউট আমাদের ডিজিটাল লার্নিং পার্টনার। ঐক্য এসএমই ডিজিটাল ইন্সটিটিউট উইভড সদস্যদের বিনামূল্যে ডিজিটাল প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জনে সহোযোগিতা করে আসছে। সেই সাথে সাথে ভবিষ্যতে বেকার সমস্যা দূর করতে আরও নানামুখী পদক্ষেপ গ্রহণ করছে। আজ উইভডের বর্ষপূর্তিতে আমি এই মিটআপের মাধ্যমে সবার সাথে একটা নেটওয়ার্ক সৃষ্টি হোক এটাই চাই। ভবিষ্যতে এমন অনুষ্ঠান আরও করতে চাই।
অনুষ্ঠানে অংশ নেওয়া উদ্যোক্তা এম এস শাওলিন উদ্যোক্তা বার্তাকে বলেন, “আমি একজন আইনজীবি, সেই সাথে সাথে একজন উদ্যোক্তা। কিচেন ম্যাটারিয়াল নিয়ে কাজ করছি। আবার আমি যেহেতু নারায়ণগঞ্জের মেয়ে তাই আমার এলাকার ঐতিহ্যবাহী লাড্ডু নিয়ে কাজ করছি। এই লাড্ডুটার স্পেশালিটি হলো এটা শুধু পূজার সময় পাওয়া যায়। তাই পুরো বাংলাদেশে এটা জানাতে চাই। আজকের এই মিটআপে অনেকের সাথে পরিচিত হলাম। নিজেদের মধ্যে একটা নেটওয়ার্ক তৈরি হলো যেটা আমাদের সামনে এগিয়ে চলায় ভূমিকা রাখবে।”
আয়োজনে অংশ নেয়া আরেকজন উদ্যোক্তা শরিফা পিউ (মেম্বার, বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ) জানান: উইভড গ্রুপের সাথে আমি অনেকদিন থেকে জড়িত। এই গ্রুপে এতিহ্যবাহী জামদানী নিয়ে কাজ করা হয়। সেই সাথে গ্রুপের কর্ণধার ফারহানা আহমেদ চৈতী নারীর ক্ষমতায়ন নিয়ে কাজ করছেন। তাই একজনের উদ্যোগে আমরা আরেকজন সাজেশন দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছি। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আসলে এগোনো সম্ভব। তাই আমি খুবই আনন্দিত এমন আয়োজনে অংশ নিয়ে।
আয়োজনে অংশ নিয়েছেন ফারিয়া সুলতানা। তিনি পেশায় ডাক্তার। তিনি বলেন, “আমি চৈতীর ছোট বেলার বন্ধু। আমি উইভড এর সাথে আছি একদম শুরু থেকে।আমি জামদানী খুব পছন্দ করি। উইভড এর জামদানীর কালেকশন আমার বরাবরই খুব প্রিয়। আমি চাই এমন প্লাটফর্মের মাধ্যমে আমরা নারীরা একটা শক্তি হয়ে কাজ করি এবং সমাজের জন্য ভালো কিছু করি।”
আয়োজনে উপস্হিত ছিলেন নারী উদ্যোক্তা, ব্যাংকার, ডাক্তার, আইনজীবি, শিক্ষকসহ বিভিন্ন পেশার নারীরা।
কেক কাটা, ফটোসেশন এবং নিজেদের অনুভূতি শেয়ারের মাধ্যমে অনুষ্ঠানের সমাপনী ঘোষণা করা হয়।অনুষ্ঠানে ফটোগ্রাফি পার্টনার হিসেবে ছিল
জে.ভি.আর ফটোগ্রাফারস।
মাসুমা শারমিন সুমি,
উদ্যোক্তা বার্তা