নন্দিত কথাসাহিত্যিক ও বরেণ্য নির্মাতা হুমায়ূন আহমেদকে জন্মদিনে স্মরণ করলো বাংলাদেশ। নানা আয়োজনের অন্যতম ছিল চ্যানেল আই’র চেতনা চত্বরে দিনভর ঐক্য ডট কম ডট বিডি হুমায়ূন মেলা।
কালজয়ী হুমায়ূন আহমেদের স্বজন ও বিশিষ্টজনদের অংশগ্রহণে হলুদ বেলুন উড়িয়ে হুমায়ূন মেলার উদ্বোধন করা হয়।
বহুমাত্রিক হুমায়ূন আহমেদের ছোটভাই, বিশিষ্ট কথাসাহিত্যিক অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল স্মৃতিচারণ করে বলেন, ‘সকল প্রতিভার অধিকারী ছিলেন হুমায়ূন আহমেদ। আমি খুবই গৌরব অনুভব করি যে হুমায়ূন আহমেদ সম্পর্কে আমার বড়ভাই। আমার পরিচয় হচ্ছে যে আমি হুমায়ূন আহমেদের ভাই এবং এ পরিচয়টি আমাদের এতো আনন্দ দেয় যে সেরকম আর কিছু নেই।’
উদ্বোধন পর্বে ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড ও চ্যানেল আই’র ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর বলেন: আজকের দিনে, হুমায়ূন আহমেদের জন্মদিনে তিনি কোথায় আছেন আমরা জানি না। তাকে শুভেচ্ছা জানিয়ে আমরা হুমায়ূন মেলা করছি। ঐক্য ডট কম ডট বিডি ‘হুমায়ূন মেলা’।
ঐক্য ফাউন্ডেশনের সভাপতি এবং বিশিষ্ট নারী নেত্রী ও এসএমই উন্নয়ন ব্যক্তিত্ব শাহীন আক্তার রেনি বলেন, ‘হুমায়ুন আহমেদের লেখা উপন্যাস, গল্প, গান, কথা সবই আছে। শুধু উনি নেই। তারপরও উনি সবসময় আমাদের মাঝে বিচরণ করছেন। হুমায়ূন আহমেদ আমাদের প্রাণে চিরজীবন থাকবেন।’
সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসিরউদ্দীন ইউসুফ বলেন: শরৎচন্দ্রের পর বাঙালি মধ্যবিত্তের পাঠাভ্যাস চলে গিয়েছিল। সত্তর এবং আশির দশকে হুমায়ূন আহমেদ এই দায়িত্ব তুলে নিলেন। শুধু তুলে নিলেন বললে ভুল হবে। একেবারে বিপ্লব ঘটালেন। তার বই ছাড়া সেই সময়ে তরুণদের চলতোই না। তাকে কেন্দ্র করে বাংলাদেশের প্রকাশনা শিল্পের বড় উত্থান ঘটে।’
অভিনেত্রী দিলারা জামান বলেন, ‘হুমায়ূন আহমেদ একটি তারার নাম, নক্ষত্রের নাম। যে মানুষটির জন্য আজকে আমি দিলারা জামান। আমার জনপ্রিয়তা, আমার অর্জন, তার পেছনে এই মানুষটি। তাকে স্যালুট জানাই।’
অন্যপ্রকাশের প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম বলেন, ‘চ্যানেল আইয়ের সাথে হুমায়ূন আহমেদের ছিল আত্মিক সম্পর্ক। তিনি সবসময় বলতেন আমরা একই পরিবারের মানুষ।’
চ্যানেল আই প্রাঙ্গণে oikko.com-.bd হুমায়ূন মেলায় ছিল হলুদ পাঞ্জাবি আর নীল শাড়ি পরা অসংখ্য হিমু ও রূপা। তাদের সঙ্গে যোগ দেন বিশিষ্টজন এবং বিভিন্ন অঙ্গনের হুমায়ূন ভক্তরা।
নির্মাণের মহান কারিগন হুমায়ূন আহমেদকে স্মরণ করে বিশেষ উন্মুক্ত মঞ্চে দিনভর চলে হুমায়ূন আহমেদের লেখা এবং তার চলচ্চিত্রের গান ও গানের তালে নাচ। তার স্মরণে স্মৃতিকথা বলেছেন অনুষ্ঠানে আগত বিশিষ্টজনরা। ছিল হুমায়ূন আহমেদের লেখা থেকে পাঠ। হুমায়ূন স্মরণে চিত্রাঙ্কন করছে বিভিন্ন বয়সী শিশুশিল্পীরা।
মেলাতে হুমায়ূন আহমেদের বই, তার নির্মিত চলচ্চিত্র ও নাটকের ভিডিও-সিডিসহ ছিল বেশ কয়েকটি স্টল। ঐক্য ডট কম ডট বিডির স্টলটি দর্শনার্থীদের মুগ্ধ করে।
মেলাটি সঞ্চালনা করেন অপু মাহফুজ। তার সঙ্গে ছিলেন সাফি আহমেদ, দিলরুবা সাথী ও মনামী মেহনাজ।
oikko.com.bd হুমায়ূন মেলা সরাসরি সম্প্রচার করেছে চ্যানেল আই। পরিচালনা করেন আমীরুল ইসলাম।
ডেস্ক রিপোর্ট,
উদ্যোক্তা বার্তা