পাঁচটি লক্ষ্যকে সামনে রেখে শনিবার সকালে শুরু হচ্ছে প্রথম বিজনেস লিডার্স কার্নিভাল-২০১৯।

রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে এই বিজনেস লিডার্স কার্নিভাল।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি কার্নিভালের উদ্বোধনী এবং স্পিকার ড. শিরিন শারমীন চৌধুরী সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। কার্নিভালের গেষ্ট অব অনার হিসেবে থাকবেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম।

কার্নিভালের মূল উদ্যোক্তা ও সোসাইটি ফর লিডারশীপ স্কীলস ডেভেলপমেন্ট (এসএলএসডি) এর প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রধান নির্বাহী অধ্যাপক মঈনুদ্দিন চৌধুরী গণমাধ্যমে এসব তথ্য জানিয়েছেন।

সোসাইটি ফর লিডারশীপ স্কীলস ডেভেলপমেন্ট (এসএলএসডি) ও এন অ্যাফেয়ার্স যৌথভাবে এর আয়োজন করেছে।

এসএলএসডির প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রধান নির্বাহী অধ্যাপক মঈনুদ্দিন চৌধুরী বলেন, এই অনুষ্ঠানটি পাঁচটি লক্ষ্যকে সামনে রেখে করা হচ্ছে।

সেগুলো হচ্ছে (১) শিক্ষা বিনোদনের ও নেটওয়ার্কের মাধ্যমে ব্যবসায়িক জ্ঞান সম্প্রসারণ করা (২) ব্যবসায় নারী নেতৃত্ব উৎসাহিত করা (৩) পরবর্তী প্রজন্মের ব্যবসায়িক নেতৃত্বের মাঝে সৃজনশীলতা তৈরী করা (৪) ব্যবসায়িক সমাজকে সঠিকভাবে করপোরেট সোসাল রেসপন্সিবিলিটির ব্যাপারে আরো সচেতন করা এবং (৫) বাংলাদেশের ব্যবসায়িক সমাজকে ৪র্থ/৫ম শিল্প বিপ্লবকে মোকাবিলায় প্রস্তুত করা।

খাদিজা ইসলাম স্বপ্না

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here