রাজশাহীতে ২৩ মার্চ (শনিবার) সাফাওয়াং চাইনিজ রেস্টুরেন্ট প্রাঙ্গনে শুরু হলো তিন দিনব্যাপী বিউটিফিকেশন এবং উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ। প্রশিক্ষণের উদ্বোধন করেন বিশিষ্ট নারী উদ্যোক্তা উজ্জ্বলার সহ-প্রতিষ্ঠাতা বিউটি এক্সপার্ট আফরোজা পারভীন। উজ্জ্বলার তত্ত্বাবধানে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
বিউটিফিকেশন সেক্টরে নিজেকে স্বাবলম্বী করে গড়ে তুলতে, পিছিয়ে পড়া নারীদের সামনে এগিয়ে নিতে এবং তরুণ নারী উদ্যোক্তা তৈরির লক্ষ্যে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে বলে জনান বিউটি এক্সপার্ট আফরোজা পারভীন। তিনি আরও বলেন নারীরা বাংলাদেশের অর্থনৈতিক দিক সচল রাখতে অনেক বড় ভূমিকা পালন করছেন।
৪৫ জন নারী এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে তাদের সার্টিফিকেট প্রদান করা হবে। প্রশিক্ষণটি ২৩-২৫ মার্চ তিন দিনব্যাপী চলবে।
প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের অনেকেই তাদের মাতামত ব্যক্ত করেন, “প্রশিক্ষণের পর নিজেরাই বিউটি পার্লারের ব্যবসাসহ তাদের প্রশিক্ষণের যথাযথ ব্যবহার করতে চান।”
রাজশাহী থেকে রাইদুল ইসলাম শুভ
এসএমই করেস্পন্ডেন্ট ,উদ্যোক্তা বার্তা