ধানমন্ডিতে ‘মিট দ্যা লিডার’স অনুষ্ঠিত   

0

২০১৭ সালে প্রতিষ্ঠিত দেশের সবচেয়ে বড় যুব প্লাটফর্ম”ইয়ূথ কাউন্সিল অব বাংলাদেশ”এর আয়োজনে ২৩ নভেম্বর ২০২৪ শনিবার ধানমন্ডির হোয়াইট হল বাফেটে”মিট দ্যা লিডার’স”প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় যুব গবেষণা সেল এর বোর্ড মেম্বার ও আন্তর্জাতিক যুব সংস্থা গ্লোবাল ইয়ূথ ডেভেলপমেন্ট কাউন্সিল(জি ওয়াই ডি সি) মহাসচীব জনাব সোহাগ মহাজন।

মিট দ্যা লিডারস অনুষ্ঠানে কাউন্সিল এর আমন্ত্রনে ঢাকায় অবস্থানরত জাতীয় পর্যায়ের যুব সংগঠকদের মধ্যে অংশগ্রহণ করেন। তাঁরা হলেন,

জাতীয় যুব পুরুস্কার প্রাপ্ত অধরা ওমেন স্কিল ডেভেলপমেন্ট এর চেয়ারম্যান খনিয়া খানম ববি,স্বপ্নফেরী সোস্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন সভাপতি আয়েশা চৌধুরী, মানব কল্যান পরিষদ এর চেয়ারম্যান জনাব এম এ মান্নান ভূঁইয়া, ওল্ড ঢাকা ইয়ূথ ফোরাম এর সাধারণ সম্পাদক জনাব ইমাম হুসাইন, সাকিলা নাবিন চ্যারিটেবল ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব সাইফুল ইসলাম আকাশ,ন্যাচারাল ইয়ূথ অর্গানাজেশন এর সভাপতি পায়েল আক্তার নুপুর, কারুশৈলী কুটির শিল্প নারী উন্নয়ন সংগঠন ও প্রশিক্ষণ কেন্দ্রের সভাপতি আনোয়ারা আক্তার শিউলি, ঢাকা ওমেন্স ইয়ূথ ক্লাব এর সভাপতি নূর নাহার মিলি, সচেতন নাগরিক সমাজ এর সভাপতি জনাব এস.এম জাহাঙ্গীর আদেল, ক্লিন রিভার বাংলাদেশের মহাসচিব মনোরঞ্জন মন্ডল,ঢাকা ইয়ূথ ক্লাব ইন্টারন্যাশনাল এর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাজ্জাদ হুসাইন, ন্যাশনাল ইয়ূথ এল্যান্স এর সমন্বয়ক হুসাইন মোহাম্মদ ইমতিয়াজ ও রাজিব হুসাইন, উদ্যমী যুব কল্যান সোসাইটির সভাপতি ইলিয়াস হুসাইন, রংপুর ডিস্যাবেল ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক নুরুন্নবী জুয়েল, আন্তর্জাতিক ফ্যাশন ডিজাইনার ও উদ্যোক্তা আইরিন হক,নাসিমা রশিদ স্বেতা,বাংলাদেশ গ্রিন আর্মি’র চেয়ারম্যান জালাল উদ্দীন রাব্বি, কারুশৈলী মার্ট এর প্রধান ইমরান হোসেন শাওন, ওল্ড ঢাকা ইয়ূথ ফোরাম এর সহ সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবদুল্লাহসহ  প্রমূখ।

মিট দ্যা লিডারস অনুষ্ঠানে বাংলাদেশের আগামী দিনের যুব উন্নয়ন কার্যক্রম বেগবান করার প্র‍য়াসে আগামী দিনের কর্মপরিকল্পনা তুলে ধরা হয় ও ইয়ুথ কাউন্সিল অব বাংলাদেশ জাতীয়,বিভাগীয়, জেলা ও উপজেলা কমিটি পুর্নগঠনের সিদ্ধান্ত নেয়া হয়।

আগামী ২ বছরের জন্য ইয়ূথ কাউন্সিল অব বাংলাদেশ এর প্রধান সমন্বয়ক হিসেবে জনাব মোহাম্মদ আব্দুর রহমান সোহাগ মহাজনকে সর্ব সম্মতিক্রমে নির্বাচিত করা হয়।

 

ডেস্ক রিপোর্ট, উদ্যোক্তা বার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here