কাক ডাকা ভোরে তাজ তানিয়া পত্রিকা ডিস্ট্রিবিউশন পয়েন্টে

0

একজন উদ্যোক্তা ও সংগঠকের জীবন কতটা ত্যাগের, কতটা কষ্টের। সকলে যখন সবাই ঘুমাচ্ছেন, সে সময়টিতে সকল শীর্ষ জাতীয় দৈনিক গুলো বন্টন শুরু হয়। এরকমই কাক ডাকা ভোরে, তাজ  ইভেন্টস এর ইভেন্ট প্রধান এবং স্বত্তাধিকারী তাজ তানিয়াকে দেখা গেলো, সংবাদপত্রের সব ডিস্ট্রিবিউশন এজেন্টদের সাথে বসে আছেন।

আজ হকারদের হাক ডাক শোনা না ঠিকই, পত্রিকা কিন্তু পৌছে যায় সবার বাসায়।
পত্রিকার মধ্যে লিফলেট বিলি চালু আছে, আজ। পুরো মিরপুর এর বিভিন্ন বাড়ি বাড়িতে এবং অতদ অঞ্চলের তাজ ইভেন্টস প্রি ওয়েডিং এন্ড ফ্যাশন ফেস্টিভ্যাল এর তথ্য যাতে সব জায়গায় পৌছে যায়, সেজন্যে বসে গেলেন তাজ তানিয়া নিজেই।
এতটুকু সংকোচ নেই, এতটুকু জড়তা নেই, বসে গেলেন নিজে ডিস্ট্রিবিউটরদের সাথে। পত্রিকার মধ্যে লিফলেট সাজিয়া দিতে থাকলেন।

এ প্রসঙ্গে তাজ তানিয়া বললেন, “আমি নিজে কাজটা করতে চাই, যাতে আমি কনফার্ম হই যে প্রতিটা বাড়িতে বাড়িতে আমাদের ইভেন্টের ইনফরমেশন পৌছায়। আমি এই কাজ কারো হাতে দিই না। আমি নিজ হাতে করতে চাই এবং করি। এতেই আমার শান্তি। ইভেন্ট এর ডেকোরেশনও আমি কারো হাতে ছাড়িনি, নিজ হাতে করছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here