মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয়বারের মত ডোনাল্ড ট্রাম্পের জয়ের পর ইলন মাস্কের বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার বাজারমূল্য ২০২২ এর পর এই প্রথম গত শুক্রবার টেসলার ১ ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে।
এর আগে ২০২১ সালের অক্টোবরেও ট্রিলিয়ন ডলার বাজারমূল্যের মাইলফলক স্পর্শ করেছিল টেসলা। যদিও পরে কোম্পানিটি সেই স্থান ধরে রাখতে পারেনি।
শুক্রবার (৮ নভেম্বর) প্রতিষ্ঠানটির শেয়ারের দর বেড়েছে ৮ শতাংশ। ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে লাভবান হয়েছেন ইলন মাস্ক। ট্রাম্পের জয়ে মাস্কের সম্পদ রাতারাতি ১৩ বিলিয়ন ডলার বেড়ে গেছে।
এবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য সমর্থন আদায়ে অর্থ ও সময় দুটোই বিনিয়োগ করেছেন মাস্ক। ট্রাম্পের হয়ে যোগ দিয়েছেন নির্বাচনী সমাবেশে, তার প্রচারণা তহবিলেও ঢেলেছেন অঢেল অর্থ। সদ্য নির্বাচিত এই প্রেসিডেন্টের প্রচারাভিযানে তিনি অন্তত ১৩০ মিলিয়ন ডলার খরচ করেছেন।
প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর, ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে প্রশাসনে মাস্ককে অন্তর্ভুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছেন, যার লক্ষ্য হবে সরকারি ব্যয় কমানো।