জাপানি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বিশ্বখ্যাত সুজুকি মোটরস তাদের ইন্ডিয়ান ইউনিট থেকে টয়োটা মোটরকে প্রথমবারের মতন বৈদ্যুতিক গাড়ি সরবরাহ শুরু করতে যাচ্ছে। বুধবার এক বিবৃতিতে দুই কোম্পানি জানিয়েছে, সবুজ যানবাহন তৈরিতে তাদের এই সংঘায়নের সূচনা।
মারুতি সুজুকি যার অধিকাংশ শেয়ার বর্তমানে সুজুকি মটর এর অধীনে, আগামী ২০২৫ এর বসন্ত থেকে ভারতের গুজরাটে ইভি উৎপাদন শুরু করবে,এই ঘোষণার পর মারুতি সুজুকির শেয়ার এর মূল্য ৪% বেড়ে গিয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, ইভি’র এই প্ল্যাটফর্মটি সুজুকি টয়োটা এবং দাইহাতসু মোটর যৌথ উদ্যোগে করা হয়েছে। গ্রিন ভেহিক্যাল বা সবুজ যানটি তৈরি করেছে সুজুকি। টয়োটার সভাপতি কোজি সাতো বলেন, “আমরা একে অপরের শক্তি থেকে শিখতে চাই, প্রতিযোগিতা করতে চাই এবং যৌথ প্রচেষ্টায় এগিয়ে যেতে চাই।“
সুজুকি এবং টয়োটা এর আগে জৈব জ্বালানী এবং হাইব্রিড গাড়ির মডেল তোইরিতে একসাথে কাজ করেছে কিন্তু বৈদ্যুতিক গাড়ি নিয়ে এই প্রথম একত্রে কাজ শুরু করেছে দুটি কোম্পানি।
এই পদক্ষেপের মাধ্যমে সুজুকির ইলেকট্রিক ভেহিক্যাল বা ইভি কেন্দ্র হিসেবে ভারতকে চেনাবে যা ভারত তথা জাপানের বাইরে সুজুকির সর্ববৃহৎ মার্কেট ভারতে ১ বিলিয়ন ডলারেরও বেশি বিনিয়োগের পরিকল্পনা করছে,
সুজুকি বা টয়োটার ভারতীয় ইউনিট এখনও ভারতে ইভি বিক্রি করছে না।
এই ইভি একটি স্পোর্ট ইউটিলিটি ভেহিক্যাল (SUV) হবে, যার ব্যাটারি প্যাক থাকবে ৬০ কিলোওয়াট ঘণ্টা আর রেঞ্জ থাকবে ৫০০ কিলোমিটার (৩১১ মাইল)। গত বছর ভারতের অটো শো’তে ইভি’র একটি ধারণা প্রদর্শন করা হয়েছিল।
মারুতি সুজুকি শুধুমাত্র ইভি’র জন্য গুজরাটের কারখানায় বছরে ২,৫০,০০০ ইউনিট গাড়ি উৎপাদনের ক্ষমতাসম্পন্ন চতুর্থ উৎপাদন লাইন যুক্ত করার পরিকল্পনা করছে।
এর আগে মারুতি সুজুকি তাদের জানিয়েছিল, তারা জাপানিজ এবং ইউরোপীয় মার্কেটসহ বিশ্বব্যাপী বৈদ্যুতিক গাড়ি (ইভি) সরবরাহের পরিকল্পনা করছে।
তথ্যসূত্র: রয়টার্স