লোকজ শিল্পে সমৃদ্ধ আমাদের বুটিক শিল্পের মত সম্ভাবনাময় শিল্পটি স্বাধীনতার পর এই ৫২ বছরে আরও অনেক দূর যাওয়ার কথা ছিল। কিন্তু আমাদের দূর্ভাগ্য এ দেশের ফ্যাশন ইন্ডাস্ট্রি সবসময় অবহেলিত ছিল। রাষ্টীয় কোন পৃষ্টপোষকতা নেই এখানে। সকল দায় যেন সব উদ্যোক্তাদের। মুক্তবাজার অর্থনীতির দোহাই দিয়ে পার্শ্ববর্তী যত দেশ আছে সেখানকার ব্যবসায়ীরা আমাদের দেশীয় ফ্যাশন ইন্ডাস্ট্রিকে দখলে নিয়ে যাচ্ছে প্রতিনিয়ত। এ যেন আমাদের নিজস্বতাকে, আমাদের ইতিহাসকে, ঐতিহ্যকে, আমাদের সংস্কৃতিকে পরাভুত করার নেশায় মত্ত তারা। আমাদের ফ্যাশন ইন্ডাস্ট্রির ব্যবসার সাথে সম্পৃক্তরা আমাদের ইতিহাস, ঐতিহ্য,আমাদের সংস্কৃতিকে দিয়ে আমাদের নিজস্ব ইন্ডাস্ট্রি গড়ে তোলার চেয়ে ধার করা সংস্কৃতির সাথে সম্পৃক্ত হতে খুব বেশি স্বাচ্ছন্দ বোধ করেন তারা।
তাই বুটিক শিল্পের উদ্যোক্তাদের জন্য শুধু মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য নয় উদ্যোক্তাদের নকশা থেকে শুরু করে উৎপাদন, বিপনন পর্যন্ত বিভিন্ন সমস্যার সমাধানের মাধ্যমে অনুপ্রেরনা দিতেই বিশ্বরঙ এর কর্ণধার ও প্রখ্যাত ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহা নতুন উদ্যোক্তাদের নিয়ে তৈরি করেছেন ‘ বিশ্বরঙ উদ্যোক্তা ভূমি’।
প্রতি মাসেই আয়োজন হচ্ছে ঢাকা সহ দেশের অন্যান্য বিভাগীয় শহর এবং জেলা শহর গুলোতে বিশ্বরঙ উদ্যোক্তা ভূমি’র আড্ডা। যেখানে বিভিন্ন স্থান থেকে বিভিন্ন বয়সের বিভিন্ন পেশার উদ্যোক্তারা উপস্থিত থাকেন। বিশ্বরঙ এর কর্ণধার বিপ্লব সাহা প্রতিটি উদ্যোক্তার কাছে গিয়ে তার পণ্য দেখেন এবং খুঁটিনাটি বিচার বিশ্লেষণ করেন এবং বিভিন্ন সমস্যার সমাধানে যথোপযুক্ত পরামর্শ দেন। পাশাপাশি উদ্যোক্তারা তাদের জীবনের বাস্তব অভিজ্ঞতা এবং সমস্যার কথা তুলে ধরেন বিপ্লব সাহার কাছে। বিপ্লব সাহা প্রতি উদ্যোক্তাকে তার জীবনের অভিজ্ঞতার আলোকে পরামর্শ দেন, মনোবল শক্ত করে দূর্বার গতিতে এগিয়ে যাওয়ার জন্য।
উদ্যোক্তাদের সাথে সরাসরি গ্রাহকের সম্পৃক্ততার উদ্দেশ্যে গত ২৯,৩০ সেপ্টেম্বর বিশ্বরঙ বনশ্রী শোরুমে অনুষ্ঠিত হয় উদ্যোক্তাদের তৈরি পন্য নিয়ে ”শরৎ হাওয়া” শীর্ষক প্রদর্শনী। প্রদর্শনীতে উদ্যোক্তারা তাদের পন্যের মান নির্নয় নিয়ে সরাসরি আলোচনা করেন সাধারন গ্রাহকের সাথে। প্রদর্শনীতে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রখ্যাত অভিনয় শিল্পী, নৃত্যশিল্পী, স্থপতি এবং মডেল সহ দেশের খ্যাতিমান সাংস্কৃতিক ব্যাক্তিত্বরা।
সেই ধারাবাহিকতায় ২৫ অক্টোবর মিরপুরে কাচ্চি ভাই কনভেনশন হলে অনুষ্ঠিত হয় উদ্যোক্তা ভূমি প্রীতি সম্মিলন-২০২৪। দেশের বিভিন্ন স্থান থেকে বিভিন্ন বয়সের, বিভিন্ন পেশার সৃষ্টিশীল উদ্যোক্তারা উপস্থিত ছিলেন এ সম্মিলনে। সকাল ১০ টায় বিশ্বরঙ এর কর্ণধার ও প্রখ্যাত ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহার স্বাগত বক্তব্যের মাধ্যমে আয়োজনের সূচনা হয়।
এর পরে উদ্যোক্তাদের পরিচয় পর্ব দিয়ে শুরু হয় প্রীতি সম্মিলন-২০২৪ এর প্রথম অংশ। উদ্যোক্তারা তাদের জীবনের বাস্তব অভিজ্ঞতা এবং সমস্যার কথা তুলে ধরেন বিশ্বরঙ এর বিপ্লব সাহার কাছে। তাদের অনেকেই বলেন শুরুতেই ঘর থেকে বাইরে বের হতে গিয়ে পারিবারিক এবং সামাজিক বাধার সম্মুখীন হওয়ার নানান গল্প। অনেকেই প্রশ্ন করেন যে উদ্যোক্তা হিসেবে কাজ করছেন অনেকদিন থেকেই কিন্তু লাভের মুখ দেখতে পাচ্ছেন না। বিপ্লব সাহা তাদের কে তাদের পণ্যের কাঁচামাল ক্রয়ে সাশ্রয়ী হতে বলেন, পাশাপাশি পণ্য প্রস্তুত হওয়ার আগ পর্যন্ত প্রতিটি খরচ সীমাবদ্ধ করে পণ্যের সঠিক বিক্রয় মূল্য নির্ধারণে দৃষ্টিপাত করার পরামর্শ দেন। বিপ্লব সাহা প্রতি উদ্যোক্তাকে তার জীবনের অভিজ্ঞতার আলোকে পরামর্শ দিয়েছেন।
উদ্যোক্তা ভূমির ২য় পর্ব শুরু হয় দুপুরের খাবারের বিরতির পর। এই পর্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশে কিরগিজ প্রজাতন্ত্রের অনারারি কনস্যুলেটে কূটনৈতিক অ্যাটাশে কর্মরত জনাবা রুনু করিম, প্রথম আলো হাল ফ্যাশনের উপদেষ্টা জনাব শেখ সাইফুর রহমান এবং এস এম ই ফাউন্ডেশন এর ডেপুটি জেনারেল ম্যানেজার জনাব সুমন সাহা। তারা প্রত্যেকেই নবীন উদ্যোক্তাদের উদ্দেশ্যে গঠন মূলক পরামর্শ এবং আগামীতে বিভিন্ন সহযোগীতার প্রত্যয় ব্যাক্ত করেন।
এর পরে বিপ্লব সাহা প্রতিটি উদ্যোক্তার কাছে গিয়ে তাদের পণ্য দেখেন এবং খুঁটিনাটি বিচার বিশ্লেষণ করেন এবং বিভিন্ন সমস্যার সমাধানে যথোপযুক্ত পরামর্শ দেন। বিভিন্ন পেশার এবং বিভিন্ন বয়সের উদ্যোক্তাগনের আনন্দ উল্লাসের মধ্যদিয়ে সন্ধায় উদ্যোক্তা ভূমি প্রীতি সম্মিলন-২০২৪ এর সমাপ্তি ঘোষনা করা হয়।