পেটেন্ট মামলায় মাসিমো স্মার্টওয়াচ থেকে মাত্র $২৫০ ক্ষতিপূরণ পেলো অ্যাপেল

0

পেটেন্ট মামলায় মাসিমো স্মার্টওয়াচ থেকে মাত্র $২৫০ ক্ষতিপূরণ পেলো অ্যাপেল, শনিবার ২৬ অক্টোবর, বার্তাসংস্থা রয়টার্স এ বিষয়ে একটি খবর প্রকাশ করে।

এর আগে শুক্রবার অ্যাপেল ফেডারেল জুরিকে বোঝাতে সক্ষম হয় যে মেডিকেল প্রযুক্তি বিষয়ক কোম্পানি মাসিমো, অ্যাপেলের দুটি স্মার্টওয়াচের ডিজাইন কপি করেছে। মাসিমো ওয়াচের ডিজাইন অ্যাপেলের সাথে মিলে যাওয়ায় অ্যাপেল পেটেন্ট আইন লঙ্ঘনের অভিযোগে মামলা করে।

মার্কিন যুক্তরাষ্ট্রের ডেলওয়ারের জুরি বোর্ড অ্যাপলের এই অভিযোগের সাথে একমত পোষণ করে জানায়, মাসিমো ইচ্ছাকৃতভাবে w 1 ও Freedom ওয়াচ ও চার্জার এর মডেলগুলোর ডিজাইন কপির মাধ্যমে অ্যাপেলের ইন্টেলেকচুয়াল প্রপার্টি আইন লঙ্ঘন করেছে।

$৩.৫ ট্রিলিয়ন ডলারের টেক জায়ান্ট কোম্পানি অ্যাপেলকে ক্ষতিপূরণ বাবদ মাত্র $২৫০ ডলারের ক্ষতিপূরণ দিতে মাসিমো স্মার্টওয়াচকে নির্দেশনা দিয়েছে ফেডারেল জুরি।

অ্যাপেলের এটর্নি কোর্টকে জানিয়েছে এই মামলার মূল উদ্দেশ্য অর্থ ছিল না, মাসিমোর দুটি স্মার্টওয়াচ বিক্রির বিরুদ্ধে ইনজাংশন জারি করে জয়ী হওয়াই ছিল মূখ্য উদ্দেশ্য।

তবে এ বিষয়ে জুরির রায় মাসিমোর পক্ষেই ছিল। জুরি বলেন, মাসিমোর বর্তমান স্মার্টওয়াচ অ্যাপেলের ডিজাইন কপি করে নি। এ রায়ের পর মাসিমো জানায়, জুরির রায় গেছে সেইসব মডেল ও চার্জারের পক্ষে যা আর বর্তমানে মার্কেটে নেই। অ্যাপেল মাসিমোর বর্তমান প্রডাক্টের উপর ইনজাংশন চেয়েছিল, কিন্তু জুরি মার্কেট থেকে আউট হওয়া ওয়াচ ও সেগুলোর চার্জারের উপর নিষেধাজ্ঞা দিয়েছে।

অন্যদিকে এক বিবৃতিতে ফেডারেল জুরির রায় উদ্ভাবনের পক্ষে যাওয়ায় অ্যাপেল এই রায়কে সাধুবাদ জানায়।

তথ্যসূত্র : রয়টার্স

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here