রাজধানীর প্রাণকেন্দ্র মিরপুর ১০ এর ক্রিস্টাল ক্যাসেল ট্রেড সেন্টারে শুরু হয়েছে ৩ দিনব্যাপী ঈদ মেলা।
৩০টিরও অধিক ব্র্যান্ডের অংশগ্রহণে নতুন ভেন্যুতে চলছে এই মেলাটি।
ক্রিস্টাল ক্যাসেল মূলত একটি ইভেন্ট ভেন্যু, যেখানে উদ্যোক্তারা সুলভমূল্যে বিভিন্ন ইভেন্টের আয়োজন করার সুযোগ পাচ্ছে। উদ্যোক্তাদের পণ্যের প্রচার এবং প্রসার যেনো আরো সহজ পরিসরে করা যায় সেই লক্ষ্যেই কাজ করছে ক্রিস্টাল ক্যাসেল৷
ক্রিস্টাল ক্যাসেল এর প্রতিষ্ঠাতা এবং মেলার আয়োজক শায়লা মুনতাসির বলেন, মিরপুর প্রাণকেন্দ্রে আমরা চাচ্ছি উদ্যোক্তাদের জন্য একটি সুন্দর প্ল্যাটফর্ম উপহার দিতে৷ উদ্যোক্তারা চাইলে তাদের যেকোনো প্রোগ্রাম এই ভেন্যুতে আয়োজন করতে পারবে – প্রথমবারের মতো মেলা আয়োজনের মাধ্যমে আমি ভেন্যুটি সবার কাছে পরিচিত করতে চাই।
দেশি বিদেশি শাড়ি, গহণা, হারবাল প্রোডাক্ট, গ্লাস পেইন্টিং, হোমমেড খাদ্য পণ্য, রেজিন ও উডেন জুয়েলারি, বিউটি প্রোডাক্ট, ক্লিনিং প্রোডাক্ট, পেইন্টিং, মেহেদীসহ নানা ধরনের পণ্য পাওয়া যাচ্ছে একই ছাদের নিচে।
প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৯ টা পর্যন্ত, ৯ জুন পর্যন্ত চলবে এই মেলাটি যা সকলের জন্য উম্মুক্ত।
সেতু ইসরাত
উদ্যোক্তা বার্তা