পাবনায় বিসিকের ১০ দিনব্যাপী উদ্যোক্তা মেলা 

0

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) এর উদ্যোগে ও জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় শুক্রবার (১৯ জানুয়ারি) পাবনা শহরের বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে শুরু হয়েছে ১০ দিনব্যাপী উদ্যোক্তা মেলা।

মেলার উদ্বোধন করেন পাবনা সদর-০৫ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স।বিসিক শিল্পনগরীর তালিকাভুক্ত উদ্যোক্তাদের নিয়ে এই মেলার আয়োজন করা হয়েছে।

মেলায় উদ্যোক্তারা নিজেদের তৈরি ও সংগৃহীত হস্তশিল্প, কারুশিল্প, হাতে তৈরি পোশাক, পিঠা, কেক, বাঁশের তৈরি সামগ্রী, ফুলের গাছ, শীতের পোশাক, পাটের তৈরি বিভিন্ন সামগ্রী নিয়ে অংশগ্রহণ করেছেন। প্রশিক্ষণপ্রাপ্ত তরুণ উদ্যোক্তাদের নিয়ে দেশীয় পণ্যের প্রচার ও প্রসারের লক্ষ্যে পাবনা বিসিক ও জেলা প্রশাসন প্রতিবছর এই মেলার আয়োজন করে থাকে।
এই মেলার মধ্যদিয়ে একদিকে উদ্যোক্তারা নিজেদের পণ্য সরাসরি ক্রেতার সামনে উপস্থাপন করতে পারছেন। অন্যদিকে নতুন ক্রেতা আকৃষ্টের মধ্যদিয়ে নিজেদের ব্যবসায় প্রসার করতে পারবেন।
এবারের মেলাতে কোটি টাকার পণ্য বিক্রি হবে বলে মনে করছেন আয়োজকরা।

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে পাবনা জেলা প্রশাসক মু. আসাদুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা পৌরসভার মেয়র শরীফ উদ্দিন প্রধান।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন- পাবনা বিসিকের উপ-ব্যবস্থাপক মো. আরিফুল ইসলাম, পাবনা বিসিক সম্প্রসারণ কর্মকর্তা মো. মোস্তফা কামাল, শিল্পনগরী কর্মকর্তা আব্দুল লতিফ, প্রশাসন কর্মকর্তা মো. রাকিবুল হাসান ও বিসিক কেন্দ্রীয় শিল্প মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন রাজা প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিসিক পাবনা জেলা কার্যালয়ের উপ মহাব্যবস্থাপক মো. রফিকুল ইসলাম।

মেলাপ্রাঙ্গণকে উৎসবমুখর করতে প্রতিদিন সন্ধ্যায় স্থানীয় ও জেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান। সকাল ১০টা রাত ১০টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে মেলা।

ডেস্ক রিপোর্ট
উদ্যোক্তা বার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here