গত ২৮ ডিসেম্বর, ২০২৩ এ বিভিন্ন ফাইভ স্টার হোটেল এবং রেস্টুরেন্টে বাংলাদেশ থেকে দক্ষ কর্মীদের নিয়োগের ক্ষেত্রে একসাথে কাজ করার লক্ষ্যে প্রবাসী সেবা এবং সৌদি আরব ভিত্তিক কোম্পানি Modaserv এর মাঝে একটি চুক্তি স্বাক্ষরিত হয়।
প্রবাসী সেবার পক্ষ থেকে কানিজ ফাতিমা এবং Modaserv এর পক্ষ থেকে মোহাম্মাদ উসমান আলী এই চুক্তিতে স্বাক্ষর করেন। এই চুক্তি অনুসারে প্রবাসী সেবা বাংলাদেশ থেকে Tourism Professionals দের প্রাথমিক ভাবে দক্ষতা যাচাই বাছাই ও career consultancy প্রদান করবে।
এর ফলে বাংলাদেশ থেকে Tourism Professionals দের Elaf Hotel, Ghussun Al Jasmin, Tomilio Restaurant , Barn Café , Walima Food Company,Takwa Cafe 5 Café , Pullman, Grand Makkah Hotel, Hayat Regency, Park Hayat Hotel, Rosewood Hotel, Ascots Group of Hotels এর মতো হোটেল ও রেস্টুরেন্ট এ আরো অধিক পরিসরে কাজ করার সুযোগ তৈরি হল।
ডেস্ক রিপোর্ট,
উদ্যোক্তা বার্তা