পানকৌড়ি – সন্ধিবাজার ও ই-ক্যাব’র মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর

0

বিশুদ্ধ নিরাপদ খাদ্য সরবরাহ ও প্রান্তিক কৃষক জনগোষ্ঠীর আর্থ সামাজিক উন্নয়ন প্রতিষ্ঠান সন্ধিবাজার এবং রেস্টুরেন্ট ও ক্যাটারিং সার্ভিস প্রতিষ্ঠান পানকৌড়ি’র সাথে দেশের ই-কমার্স উদ্যোক্তা সংগঠন ই-কমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) এর সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে৷

৭ ডিসেম্বর, বৃহস্পতিবার বনানীর ২৩/এ রোডে অবস্থিত ই-ক্যাব কার্যালয়ে এই সমঝোতা স্বারকে ই-ক্যাবের পক্ষে স্বাক্ষর করেন ই-ক্যাবের মেম্বার এফেয়ার্স স্ট্যান্ডিং কমিটির কো-চেয়ারম্যান হোসনেয়ারা নুরী নওরিন ও সন্ধিবাজার এবং পানকৌড়ি’র ব্যবস্থাপনা পরিচালক জেসমিন আক্তার নিলা।

সেসময় জেসমিন আক্তার নিলা বলেন, ‘দেশের ই-কমার্স উদ্যোক্তাগণকে ঐক্যবদ্ধ করে ই-ক্যাব দেশের ডিজিটাল অর্থনীতিকে সমৃদ্ধ করছে ও ভবিষ্যত বিকাশ নিশ্চিতকল্পে সার্বক্ষণিক কাজ করছে। এই সংগঠনের ভিশন বাস্তবায়নে আমরা সঙ্গী হতে পেরে আনন্দিত ও গর্বিত।’

উক্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ই-ক্যাব মেম্বার অ্যাফেয়ার্স স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান আব্দুর রহমান মামুন, কো-চেয়ারম্যান হোসনে আরা নূরী নওরীন, এবং কোলোসিটি লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন চিফ মার্কেটিং অফিসার মো. আল ফুয়াদ।

এছাড়াও উপস্থিত ছিলেন ই-ক্যাব এর সিনিয়র ম্যানেজার শাখাওয়াত হোসেন শুভসহ আরোও অনেকে।

কোলোসিটি লিমিটেড, বনেদী বাজার, a2a বিজনেস লিংক, কমিউনিকেশন নেটওয়ার্ক, DE TEMPETE লিমিটেড, দেওয়ান আইসিটি, ওস্তাদজী এডটেক লিমিটেড, পানকৌরি রেস্তোরাঁ ও ক্যাটারিং, সন্ধি বাজার, ইবিডি বাজার, কানন ক্যাফ্ট, বনেদি রেস্তোরাঁ এই ১২টি ই-কমার্স কোম্পানি চুক্তি অনুসারে ই-ক্যাবের সদস্যগণ বিভিন্ন খাতে বিশেষ সেবা ও সুবিধা গ্রহণ করতে পারবেন।

সেতু ইসরাত,
উদ্যোক্তা বার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here