১৪-১৭ নভেম্বর ২০২৩ জাতিসংঘ ও বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO)-এর সহায়তাপুষ্ট ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টার (ITC)-এর আমন্ত্রণে এসএমই ফাউন্ডেশনের চেয়ারপার্সন অধ্যাপক ড. মো. মাসুদুর রহমানের নেতৃত্বে মহাব্যবস্থাপক ফারজানা খান এবং সহাকারী মহাব্যবস্থাপক মুহাম্মদ মাসুদুর রহমান সুইজারল্যান্ডের জেনেভায় ‘ITC SheTrades Hub বার্ষিক সভা’য় যোগদান করেন। সভায় ১৮টি দেশের ৪০জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।
নারী-উদ্যোক্তা উন্নয়ন এবং আন্তর্জাতিক বাজারের সাথে নারী-উদ্যোক্তাদের সম্পৃক্ত করার লক্ষ্যে বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO)-এর সহায়তায় ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টার (ITC) বাংলাদেশসহ এশিয়া, আফ্রিকা, ল্যাতিন আমেরিকা ও মধ্যপ্রাচ্যের ১৭টি দেশে SheTrades Hub প্রতিষ্ঠা করেছে। এসএমই ফাউন্ডেশন বাংলাদেশে SheTrades Hub পরিচালনা করছে।
১৪-১৫ নভেম্বর ২০২৩ ITC SheTraades Hub-এর বার্ষিক সভায় ১৭টি হাবের মধ্যে সমন্বয় সাধন, যৌথ কর্মসূচি গ্রহণ, নারী-উদ্যোক্তা উন্নয়নে স্বীয় দেশের অনুকরণীয় কর্মসূচি সম্পর্কে অন্যকে অবহিত করা এবং হাবসমূহ পরিচালনার ক্ষেত্রে WTO ও ITC এর নির্দেশনা সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়।
১৬ নভেম্বর ২০২৩ হাবসমূহের প্রতিনিধিগণ বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO)-এর প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত ‘Trade and Gender’ বিশেষ অধিবেশনে যোগদান করেন। অধিবেশনে WTO-এর ১৬৪টি সদস্য রাষ্ট্রের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন। এসএমই ফাউন্ডেশনের চেয়ারপার্সন অধ্যাপক ড. মো. মাসুদুর রহমান ITC-এর নির্বাচিত প্রতিনিধি হিসেবে অধিবেশনে বক্তব্য প্রদান করেন।
তিনি বাংলাদেশের এসএমই খাতের অগ্রযাত্রা, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ, ডিজিটাল পদ্ধতি ব্যবহার করে এসএমই উদ্যোক্তা বিশেষ করে নারী-উদ্যোক্তাদের ব্যবসায়িক প্রসারে এসএমই ফাউন্ডেশনের পরিকল্পনা সংক্ষেপে তুলে ধরেন।
একই দিনে এসএমই ফাউন্ডেশনের প্রতিনিধিদল বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO)-এর LDC ইউনিটের প্রধান জনাব তৌফিকুর রহমানের সাথে বিশেষ সভায় মিলিত হন। সভায় ফাউন্ডেশনের চেয়ারপার্সন বাংলাদেশ উন্নয়নশীল দেশে উত্তরণের ফলে এসএমই খাতের সম্ভাব্য ঝুঁকি মোকাবেলায় সহায়তা প্রদানের জন্য WTO-এর সহায়তা কামনা করেন। WTO প্রতিনিধি এসএমই ফাউন্ডেশনের সাথে যৌথভাবে কাজ করার ক্ষেত্রে আগ্রহ প্রকাশ করেন।
এছাড়া অধিবেশনের সাইড লাইনে এসএমই ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাথে জাতিসংঘ জেনেভা অফিসে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি জনাব মো. আল আমিন প্রামাণিকের সাথে এসএমই খাতের উন্নয়নে পারস্পারিক সহায়তার নিয়ে আলোচনা হয়।
১৭ নভেম্বর ২০২৩ এশিয়া রিজিওনাল প্যানেল আলোচনা সভায় ফাউন্ডেশনের চেয়ারপার্সন অধ্যাপক ড. মো. মাসুদুর রহমান বলেন, বর্তমানে বাংলাদেশ সরকারের নীতি সহায়তা এবং এসএমই ফাউন্ডেশনসহ অন্যান্য সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সহায়তায় বাংলাদেশে এসএমই খাতের অগ্রযাত্রা অনুকরণীয়। তিনি এই অগ্রযাত্রায় নারী-উদ্যোক্তাদের অগ্রগতি বিশেষভাবে তুলে ধরেন।
তিনি আরও বলেন, বাংলাদেশের এসএমই খাত ও নারী-উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাণিজ্যের সাথে সম্পৃক্ত করতে এসএমই ফাউন্ডেশন অন্যান্য হাবের সাথে যুগপৎ কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুত রয়েছে।
সভায় আমন্ত্রণ জানানোয় ফাউন্ডেশনের চেয়ারপার্সন অধ্যাপক ড. মো. মাসুদুর রহমান আয়োজকদের ধন্যবাদ জানান।
ডেস্ক রিপোর্ট,
উদ্যোক্তা বার্তা