WAP শীতকালীন মেলা ২০২৩

0

রাজধানীর ধানমণ্ডি ৮নং ব্রিজ সংলগ্ন ডিঙ্গি রেষ্টুরেন্টে ৭ জানুয়ারি (শনিবার) অনুষ্ঠিত হয়েছে “Women’s Association in Progress” ( WAP) পরিবারের শীত মেলা। অথেন্টিক পণ্য নিয়ে মেলায় অংশগ্রহণ করেছেন ৩৪ জন নারী উদ্যোক্তা।

আয়োজক প্লাবনি রহমান বলেন, “Women’s Association in Progress” আমাদের যে ফেসবুক গ্রুপ রয়েছে সেখানকার উদ্যোক্তাদের নিয়েই আমি মেলা করে থাকি। এ ধরনের মেলা করার উদ্দেশ্য হলো: আমি নিজেও একজন উদ্যোক্তা, তাই বর্তমানে তরুণ ক্ষুদ্র উদ্যোক্তাদের আগ্রহ দেখে এই মেলাগুলোর আয়োজন করেছি। আর আমি উদ্যোক্তা হিসেবে যে সকল বাধা পেরিয়ে এ পর্যন্ত এসেছি, আমি চাই না নতুন তরুণ উদ্যোক্তারা ওইসব বাধার সম্মুখীন হোক। তারা যেন এই মেলার মাধ্যমে একসাথে নিজের পণ্যের প্রচার প্রসার করে এগিয়ে যেতে পারে সেজন্যই এ আয়োজন।”

উদ্যোক্তা রাহিয়াতুল জান্নাত রাখি বলেন: আমি কাজ করছি উত্তর বাড্ডা ঢাকা থেকে। মেয়েদের কাস্টমাইজড ড্রেস, মসলিন শাড়ি, মসলিন ড্রেস নিয়ে। এ মেলাটি যেহেতু ওপেন প্লেসে হয়েছে, তাই মেলাটি বেশ জমজমাট। আমরা প্রায় সব উদ্যোক্তাই অথেনটিক প্রোডাক্ট নিয়ে অংশগ্রহণ করেছি। অনলাইন ভিত্তিক এ সংগঠনের সাথে আমরা বহুদিন ধরে জড়িত। আমি আশা করছি, সামনের মেলাগুলোতেও এভাবে এক ছাদের নিচে আমরা কাজ করবো।

বি বাসিনী উদ্যোগের শিউলি আক্তার বলেন, ‘আমি কাজ করছি বাংলাদেশের ঐতিহ্যবাহী পণ্য কাঁসা-পিতল নিয়ে। বিলুপ্তপ্রায় ঐতিহ্যবাহী পণ্যের প্রচার-প্রসার করার উদ্দেশ্যে মেলায় অংশগ্রহণ করা। মেলাটি আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ। যেহেতু আমি অনলাইনে কাজ করি, তাই মেলার মাধ্যমে নিজের পণ্যের প্রচার ও প্রসার করে ক্রেতাদের সাথে মেলবন্ধন করাই আমার মূল লক্ষ্য। এছাড়াও এই প্রথম আউটডোরে আমি মেলা করছি। এখানকার পরিবেশ এবং দর্শক সমাগম খুব স্বতঃস্ফূর্ত।’

মেলায় ঘুরতে এসে শিক্ষার্থী আয়রা জাকির আমনা বলেন: আমি মেলায় ঘুরতে এসে খুব আনন্দবোধ করছি। এ মেলাগুলো আমাদের মতো ক্রেতাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। কারণ এখানে এসে আমি অনেক ডিসকাউন্ট এর পণ্য পেয়ে থাকি। আর নিজের পণ্যগুলো অনলাইনের বাইরে নিজে পারচেজ করার সুযোগ পাযই। এছাড়াও আমার মেলায় ঘুরতে এবং সুস্বাদু খাবার খেতে খুবই ভালো লাগে।

দিনব্যাপী মেলায় বিভিন্ন রকমের জামা কাপড়ের স্টল, খাবারের স্টল, গহনার স্টল,
শাড়ির স্টল, শীতের পিঠার স্টল, ফ্রি মেহেদি ছাড়াও বিভিন্ন ধরনের শীত বস্ত্র ছিল। মেলার মাধ্যমে একে অন‍্যের সাথে পরিচিতির পাশাপাশি নিজ পণ্যের পরিচিতিও করেছেন উদ্যোক্তারা। সকাল ১০টা থেকে রাত৮ টা পর্যন্ত মেলা সকলের জন্য উন্মুক্ত ছিল।

আফসানা অভি,
উদ্যোক্তা বার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here