সাংবাদিক শ্রেণিতে এ বছর সেরা করদাতা হয়েছেন পাঁচজন। এবারও সাংবাদিক ক্যাটাগরিতে সেরা করদাতা হয়েছেন ইমপ্রেস টেলিফিল্ম ও বেসরকারি টেলিভিশন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর এবং চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ।
পরের অবস্হানে আছেন ইংরেজি দৈনিক ‘দ্য ডেইলি স্টার’সম্পাদক মাহ্ফুজ আনাম ও ‘প্রথম আলো’ সম্পাদক মতিউর রহমান এবং ‘বাংলাদেশ প্রতিদিন’সম্পাদক নঈম নিজাম।
সম্প্রতি রাষ্ট্রীয় এক অনুষ্ঠানে কেন্দ্রীয়ভাবে বিভিন্ন ক্যাটাগরিতে সেরা ১৪১ ব্যক্তি ও প্রতিষ্ঠানের হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়।
সম্মাননা হিসেবে পাওয়া ট্যাক্স কার্ডের মেয়াদ থাকবে এক বছর। কার্ডপ্রাপ্তরা বিভিন্ন ধরনের রাষ্ট্রীয় সুবিধা পাবেন। কার্ডধারীরা রাষ্ট্রীয় বিভিন্ন অনুষ্ঠানে আমন্ত্রণসহ সড়ক, বিমান ও নদীপথে ভ্রমণে অগ্রাধিকার ভিত্তিতে টিকেট পাবেন।
একইসঙ্গে হোটেল-রেঁস্তোরায় অগ্রাধিকার ভিত্তিতে সেবা পাবেন তারা। এছাড়া তারা সুযোগ পাবেন বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ ব্যবহারের। ট্যাক্স কার্ডধারী ব্যক্তি ও তার পরিবার চিকিৎসায় হাসপাতালে অগ্রাধিকার ভিত্তিতে শয্যা সুবিধা পাবেন।
‘প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া’শ্রেণিতে এবার সেরা করদাতা হয়েছে মিডিয়াস্টার লিমিটেডসহ চার প্রতিষ্ঠান। অন্য তিন প্রতিষ্ঠান হলো ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড, সময় মিডিয়া লিমিটেড ও টাইমস মিডিয়া লিমিটেড।
জাতীয় ট্যাক্স কার্ড নীতিমালা, ২০১০ (সংশোধিত) অনুযায়ী, ২০২১-২২ কর বছরের জন্য সাংবাদিকসহ সেরা করদাতা মোট ১৪১ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ট্যাক্স কার্ড সম্মাননায় ভূষিত করা হয়।
আফসানা অভি,
উদ্যোক্তা বার্তা