উদ্যোক্তাদের চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলার আহ্বান

0

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) রাজশাহী জেলা কার্যালয়ের উদ্যোগে ‘চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় করণীয়’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৫ ডিসেম্বর) রাজশাহী শিশু একাডেমির সম্মেলন কক্ষে কর্মশালার আয়োজন করা হয়।

পরে বাংলাদেশ উদ্যোক্তা উন্নয়ন ফাউন্ডেশন রাজশাহী বিভাগের আয়োজনে পাঁচদিন ব্যাপি উদ্যোক্তা শীর্ষ সম্মেলন ও পণ্য প্রদর্শনীর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। তবে মেলা ২৬ ডিসেম্বর ২০২২ পর্যন্ত চলবে।

অনুষ্ঠানে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. মনজুর কাদেরসহ পণ্যপ্রদর্শনী মেলায় কাজল রেখা সেলাই ঘরের স্বত্ত্বাধিকারী কাজল রেখাকে প্রথম, প্রিয় খাবার ঘরের স্বত্ত্বাধিকারী মো. মাহমুদুল হককে দ্বিতীয় এবং বৌমার স্বত্ত্বাধিকারী রুকসানা রুনাকে তৃতীয় পুরস্কার প্রদান করা হয়।

বিসিক জেলা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক জাফর বয়েজিদ এর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিক পরিচালক (দক্ষতা ও প্রযুক্তি) কাজী মাহবুবুর রশিদ।

কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন রুয়েটের যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. রোকনুজ্জামান।

আলোচক হিসেবে ছিলেন বিসিক রাজশাহীর আঞ্চলিক পরিচালক (উপ-সচিব) মো. রেজাউল আলম সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মো: আনিসুল ইসলাম এবং রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি পরিচালক মো. সদরুল ইসলাম। উপস্থিত ছিলেন বাংলাদেশ উদ্যোক্তা উন্নয়ন ফাউন্ডেশন রাজশাহী বিভাগের আহবায়ক লায়লা নাসরিন।

বক্তারা বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের ভিত হচ্ছে ‘জ্ঞান ও কৃত্রিম বুদ্ধিমত্তা’ ভিত্তিক কম্পিউটিং প্রযুক্তি। রোবটিক্স, আইওটি, ন্যানো প্রযুক্তি, ডাটা সায়েন্স ইত্যাদি প্রযুক্তি প্রতিনিয়ত চতুর্থ শিল্প বিপ্লবকে নিয়ে যাচ্ছে অনন্য উচ্চতায়। চতুর্থ শিল্প বিপ্লবের প্রভাব সবচেয়ে বেশি পড়বে কর্মবাজারে। অটোমেশন প্রযুক্তির ফলে ক্রমে শিল্প-কারখানা হয়ে পড়ছে যন্ত্রনির্ভর।

তারা বলেন: বাংলাদেশ জনসংখ্যা প্রায় ১৭ কোটি। এই বিপুল সংখ্যক জনশক্তির উন্নয়নে তথ্য প্রযুক্তির দক্ষতা বৃদ্ধির কোন বিকল্প নেই। তাই দেশের জনশক্তি কৃষি কাজের পাশাপাশি প্রযুক্তিকে কাজে লাগিয়ে বিজ্ঞানের জয়যাত্রায় এগিয়ে যাচ্ছে। ফলে তথ্য প্রযুক্তির সুফল পাচ্ছেন জনগণ।

বক্তারা আরও বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষে উদ্যোক্তাদের এগিয়ে আসতে হবে। এক্ষেত্রে উদ্যোক্তাদের তথ্য প্রযুক্তিতে দক্ষতা বৃদ্ধির মাধ্যমে শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। অনলাইন মার্কেট প্লাটফর্মকে ক্ষুদ্র উদ্যোক্তাদের সঠিকভাবে ব্যবহার করতে হবে।

ডেস্ক রিপোর্ট
উদ্যোক্তা বার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here