তরুণ উদ্যোক্তাদের পণ্য তুলে ধরতে রাজধানীর ধানমণ্ডির মাইডাস সেন্টারে শুক্রবার শুরু হয়েছে দু’ দিনের মেলা ‘দ্য স্টাইল সউক ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইল এক্সিবিশন’। মাইডাসের বিশাল হলে ৩২ জন উদ্যোক্তা তাদের পণ্যের পসরা সাজিয়েছেন। মেলা চলবে শনিবার (৫ নভেম্বর) পর্যন্ত।
আয়োজক গাজী রহমান বলেন: শুধু কেনাকাটা করতেই নয়, প্রদর্শনী দেখতেও যেন ক্রেতা-শুভানুধ্যায়ীরা আসেন সেটাই আমাদের চাওয়া। যাদের সঙ্গে এতদিন অনলাইনে কথা হয়েছে, তাদের সঙ্গে সামনাসামনি আলাপও হয়ে যাবে। মূলত এর জন্যই এতোদিন ধরে মেলা গুলো আয়োজন করে আসছি।
দেশীয় কারিগরদের বানানো লেদারের বিভিন্ন পণ্যসহ ব্যাগ নিয়ে কাজ করা উদ্যোক্তা নাসিমা আফতাব মেলায় এসে তার অভিজ্ঞতা জানান। তিনি বলেন, ‘মেলায় এসে আমি অনেক বেশি আনন্দিত। ক্রেতারা বেশ উৎসাহের সাথে উপভোগ করছেন দেখে খুব ভালো লাগছে।’
উদ্যোক্তা জুরাইরিয়া কবির স্টল সাজিয়েছেন পাকিস্তানি পিস, কুর্তি ইত্যাদি বিভিন্ন ব্রান্ডের পণ্য নিয়ে। মেলাতে ক্রেতাদের আমন্ত্রণ জানিয়ে তিনি বলেন, একসাথে অনেক রকম পণ্য নিয়ে সব স্টল সেজেছে।
উদ্যোক্তা সিফাত-এর মতে, ‘এ প্রজন্মের তরুণ-তরুণীরা আগামী দিনের ভবিষ্যৎ। এ ধরনের মেলা তরুণদেরকে তাদের নিজেদের প্রতি আস্থা তৈরি করতে এবং তাদের আগামী দিনের ভবিষ্যৎকে আরও শক্তিশালী করে একটা উন্নত দেশ গড়ার লক্ষ্যে পৌঁছে দেবে বলে আমরা আশা করছি।’
মেলা ঘুরে দেখা গেছে, উদ্যোক্তারা নিজেদের তৈরি পণ্য ছাড়াও ফ্যাশনের নানা অনুষঙ্গ নিয়ে স্টল সাজিয়েছেন। মেলায় দেশি-বিদেশি শাড়ি, সালোয়ার কামিজ, জুয়েলারি, লেডিস পাঞ্জাবি, সুতি ও ব্লক প্রিন্টের থ্রিপিস, শো-পিস ও নারীদের নিত্যব্যবহার্য পণ্য পাওয়া যাচ্ছে। এছাড়াও রয়েছে বাহারি খাবারের বিভিন্ন স্টল।
মেলা সকলের জন্য উন্মুক্ত।
মেহনাজ খান
উদ্যোক্তা বার্তা