বেপজা অর্থনৈতিক অঞ্চলে ২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার বিনিয়োগের লক্ষ্যে আজ চুক্তি সই করেছে হংকং-ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড মালিকানাধীন নারীদের অন্তর্বাস তৈরির প্রতিষ্ঠান মেসার্স নোভা ইনটিমা লিমিটেড। এ নিয়ে মোট ১১টি প্রতিষ্ঠান বেপজা অর্থনৈতিক অঞ্চলে শিল্প স্থাপনের লক্ষ্যে বেপজার সাথে চুক্তি করেছে, যারা ২৪ কোটি ৩৭ লাখ মার্কিন ডলার বিনিয়োগ করবে।
বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমানের উপস্থিতিতে বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) আলী রেজা মজিদ এবং নোভা ইনটিমার ব্যবস্থাপনা পরিচালক বিজয় উত্তম রাজধানীতে বেপজার নির্বাহী দপ্তরে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।
নোভা ইনটিমা বছরে ৬ কোটি ইউনিট নারীদের বিভিন্ন ধরনের অন্তর্বাস এবং অন্তর্বাস তৈরির ফেব্রিক্স ও এক্সেসরিজ সামগ্রী উৎপাদন করবে। কারখানাটিতে ৫ হাজার ৬২৫ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।
চট্টগ্রাম ও কর্ণফুলী ইপিজেডে একই মালিকানাধীন আরও দুটি প্রতিষ্ঠান রয়েছে যারা প্রায় ২ কোটি ২০ লাখ ডলারের বিনিয়োগে নারীদের অন্তর্বাস তৈরি করছে। কারখানা দুটিতে প্রায় ৬ হাজার বাংলাদেশি কাজ করছেন।
চুক্তি সই অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বেপজার সদস্য (প্রকৌশল) মোহাম্মদ ফারুক আলম, সদস্য (অর্থ) নাফিসা বানু, নির্বাহী পরিচালক (প্রশাসন) মো. জাকির হোসেন চৌধুরী, নির্বাহী পরিচালক (জনসংযোগ) নাজমা বিনতে আলমগীর, নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন, নির্বাহী পরিচালক (এন্টারপ্রাইজ সার্ভিসেস) মো. খুরশীদ আলম এবং বেপজা অর্থনৈতিক অঞ্চলের প্রকল্প পরিচালক মো. হাফিজুর রহমান উপস্থিত ছিলেন।
ডেস্ক রিপোর্ট
উদ্যোক্তা বার্তা