চলতি সপ্তাহে ঢাকায় অনুষ্ঠিত হবে তিনদিনের দক্ষিণ এশিয়ার টেক্সটাইল আউটসোর্সিং শো। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)-তে ‘ইনটেক্স সাউথ এশিয়া’শিরোনামে এ প্রদর্শনী বৃহস্পতিবার (১৬ জুন) শুরু হয়ে চলবে ১৮ জুন পর্যন্ত।
ওয়ার্ল্ডেক্স ইন্ডিয়া এক্সিবিশন অ্যান্ড প্রমোশন প্রাইভেট আয়োজিত প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী। ভারতের বস্ত্র মন্ত্রণালয়ের সচিব উপেন্দ্র প্রসাদ সিং যোগ দেবেন বিশেষ অতিথি হিসেবে।
প্রদর্শনীতে ভারত, কোরিয়া, চীন, থাইল্যান্ড, সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরাত, ইতালি, মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য দেশ থেকে ১২০ টিরও বেশি কোম্পানি বাংলাদেশের টেক্সটাইল ও পোশাক শিল্পের সর্বশেষ অফার সম্পর্কে সরাসরি জানতে পারবে।
২০১৯ সালে বিভিন্ন দেশের ব্যাপক অংশগ্রহণে প্রথম সাউথ এশিয়া ইনটেক্স প্রদর্শনী রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হয়েছিল।
ডেস্ক রিপোর্ট
উদ্যোক্তা বার্তা