উইমেন এন্ড ই কমার্স ট্রাস্ট (উই) কর্তৃক ‘উই কালারফুল ফেস্ট-২০২২’-এর উদ্বোধন

0
উই কালারফুল ফেস্ট-২০২২

উইমেন এন্ড ই কমার্স ট্রাস্ট (উই) কর্তৃক আয়োজিত ‘উই কালারফুল ফেস্ট-২০২২’ অনুষ্ঠানের উদ্বোধন হয়ে গেল গতকাল ধানমন্ডির ম্যারিয়ট কনভেনশন সেন্টারে। দুই দিনের জন্য আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিল প্রায় হাজারের ও বেশি উদ্যোক্তা। আয়োজনে পৃষ্ঠপোষকতায় ছিলেন দারাজ বাংলাদেশ লিমিটেড, বেঙ্গল ডায়মন্ড, ফুড পান্ডা।

পুরো অনুষ্ঠান জুড়ে ছিল উদ্যোক্তাদের দেশিয় পণ্য নিয়ে অংশগ্রহণ। দেশিয় পণ্যের উদ্যোক্তাদের ছিল মোট ৮৮টি স্টল, তাদের স্টল জুড়ে ছিল শাড়ি, গয়না, মসলা, ইত্যাদি বিভিন্ন দেশিয় পণ্যের সম্ভার।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন আইডিয়া প্রোজেক্ট-এর প্রোজেক্ট ডিরেক্টর আলতাফ হোসাইন, বেসিস-এর প্রেসিডেন্ট রাসেল তানভীর আহমেদ, ই ক্যাব-এর প্রেসিডেন্ট শমী কায়সার, উত্তম বনিক, সৈয়দ আনিসা মোর্শেদ(দারাজ) এবং উই প্রেসিডেন্ট নাসিমা আক্তার নিশা।

অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করে প্রধান অতিথি টিপু মুনশি বলেন, ‘নারীদের নিয়ে উই এমন একটা কাজ করছেন সেটি সত্যি অসাধারণ। বর্তমানে উই এমন একটি প্লাটফ্রম হয়ে দাঁড়িয়েছে যেখানে নারীরা নিশ্চিন্তে থাকতে পারে। তারা তাদের উদ্যোগ নিয়ে ভবিষ্যতে সামনে এগিয়ে যেতে পারবে’। তিনি নারীদের নিয়ে এমন একটা কাজের জন্য নাসিমা আক্তার নিশাকে সাধুবাদ জানান। তিনি আরো বলেন, নারীদের সার্বিক সহযোগিতার জন্য বানিজ্য মন্ত্রনালয় সব সময় উই-এর পাশে থাকার চেষ্টা করবে।

বিশেষ অতিথি জুনায়েদ আহমেদ পলক বলেন, ‘উই সব সময় নারীদেরকে নিয়ে ভিন্ন রকমের সকল চিন্তা ভাবনা এবং কাজ করে থাকে, উই কালার ফুল ফেস্ট তেমনই একটি ভিন্ন আয়োজন। এই কারণেই উই-এ যুক্ত প্রায় ১২ লক্ষ নারী খুব ভালোভাবে এগিয়ে যেতে পারছে। ভবিষ্যতে তারা আরো ভালো করতে পারবে এবং উই-এর হাত ধরে এগিয়ে যেতে পারবে’।

উই কালারফুল ফেস্ট নিয়ে উই-এর প্রতিষ্ঠাতা ও সভাপতি নাসিমা আক্তার নিশা বলেন, ‘আমরা সব সময় চেয়েছি নারী উদ্যোক্তাদের জন্য ভালো কিছু করতে, আর সেই ভালো কিছুর একটা অংশ হলো উই কালারফুল ফেস্ট। যেখানে উদ্যোক্তারা তাদের দেশিয় পণ্য সমূহ সবার সামনে তুলে ধরতে পারছে। বাংলাদেশের আনাচে-কানাচে ছড়িয়ে থাকা দেশিয় পণ্যগুলোও উঠে আসছে। ভবিষ্যতে এমন আরো অনেক আয়োজন নিয়ে উই সব সময় নারীদের পাশে থাকবে।

মাসুমা শারমিন সুমি,
উদ্যোক্তা বার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here