দুদিনব্যাপী ‘জলরঙ’ মেলা চলছে

0

২৫ মার্চ শুক্রবার, ধানমন্ডির মাইডাস সেন্টারে সম্পূর্ণ দেশিয় পণ্য নিয়ে আয়োজিত হয় জলরঙ মেলা। নাহিদ সুলতানার সভাপতিত্বে উক্ত মেলার প্রধান অতিথি হিসেবে ছিলেন এসএমই ফাউন্ডেশনের জেনারেল ম্যানেজার ফারজানা খাঁন, বিশেষ অতিথি নর্থ সাউথ ইউনিভার্সিটির সহকারি অধ্যাপক ড. ফারজানা নাহিদ এছাড়াও বিশেষ অতিথি হিসেবে আরো ছিলেন সাউথ ইস্ট ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক ড. ফারহানা ফেরদৌসী এবং সফল নারী উদ্যোক্তা কাকলি তালুকদার

জলরঙ মেলায় ২৪টি স্টলে প্রায় ৪০ জন নারী উদ্যোক্তা অংশগ্রহণ করেছেন। প্রত্যেক উদ্যোক্তা জলরঙ গ্রুপের সদস্য। ক্রেতাদের জন্য রয়েছে রাফেল ড্র-এর অফার এবং উপহার হিসেবে রয়েছে চমৎকার সব দেশিয় পণ্য।

অনলাইনের পাশাপাশি অফলাইনে একে অপরকে চিনতে এবং জানতে এই মেলার আয়োজন করা হয় এমনটাই বলছিলেন জলরঙ মেলার আয়োজক এবং উদ্যোক্তা নাহিদ সুলতানা। তিনি আরো বলেন, “মেলা আয়োজন করার মূল লক্ষ্য হলো গ্রুপের যারা এক্টিভ উদ্যোক্তা রয়েছেন তাদেরকে প্রমোট করা৷ একটা ভালো পরিবেশে উদ্যোক্তাদের পণ্য নিয়ে মেলা করা সম্ভব এটাই প্রমাণ করতে চেয়েছি। এটা শুধু মেলা নয় এটা একটা মিলন মেলা যেখানে একে অপরকে চেনা সম্ভব এবং পণ্যের প্রসার ঘটানো সহজতর হয়।“

মণিপুরী শাড়ি নিয়ে কাজ করছেন উদ্যোক্তা নাজমুন নাহার তিনি বলেন,”আমরা আমাদের পণ্যের প্রসার এবং পরিচিতির জন্য এই মেলাগুলোর সাথে যুক্ত হই।“

মেলায় আগত নানা রকম হোমমেড খাবারের পসরা নিয়ে বসেছেন ‘মোয়া মুড়কি’-এর উদ্যোক্তা শিরিন সুলতানা খানম। তিনি উদ্যোক্তা বার্তাকে বলেন, “মেলায় আসলে আমরা একে অপরের সাথে বিভিন্ন রকম আইডিয়া শেয়ার করতে পারি এতে করে আমরা আমাদের উদ্যোগকে এগিয়ে নিয়ে যেতে পারি। পুরোনো কৃষ্টি কালচারকে নতুন ভাবে সবার সামনে তুলে ধরার একটা সুযোগ পাই।”

উক্ত মেলায় শাড়ি, পাঞ্জাবি, বেডসিট উইথ পিলো কভার, কাঠের হ্যান্ড পেইন্ট-এর বালা, কুশন কভার, জামদানির তৈরি বিভিন্ন হ্যান্ড ব্যাগ, মণিপুরী শাড়ি, শীতলপাটির ব্যাগ, হ্যান্ডমেড জুয়েলারিসহ আরো হরেক রকমের পণ্যের পসরা সাজিয়েছেন জলরঙ মেলার উদ্যোক্তারা। ২৫ এবং ২৬ মার্চ এই দুদিন ব্যাপি মেলা চলবে সকাল ১১ টা থেকে রাত ৮ টা পর্যন্ত।

সেতু ইসরাত,
উদ্যোক্তা বার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here