বাঙালির কাছে মেলা মানেই অন্যরকম একটা আনন্দ সেটা যে প্রান্তেই হোক না কেন! আর বাণিজ্য মেলা হলে সেটা আরও মাত্রা যোগ করে বাঙালি চিত্তে। আর সেটা প্রমাণ করে দিলেন রাজধানীবাসী। এবারের বাণিজ্য মেলার প্র্রথম ছুটির দিনে উপচে পড়া ভিড় সেটাই প্রমাণ করে।
শুক্রবার ৭ জানুয়ারি মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা যায়, লাইন ধরে দর্শনার্থী ও ক্রেতারা মেলা প্রাঙ্গণে ঢুকছেন। ছুটির দিন হওয়ায় এদিন মেলায় অন্যদিনের তুলনায় কয়েক গুণ বেশি মানুষ এসেছে। ঢাকা থেকে যারা এসেছেন, তাদের কুড়িল বাস স্ট্যান্ডে লম্বা লাইন ধরতে হয়েছে বলে জানা গেছে। এছাড়া পার্শ্ববর্তী জেলাগুলো থেকেও আজ মেলায় প্রচুর দর্শনার্থী এসেছেন।
এতে করে উদ্যোক্তারাও বেশ উচ্ছ্বসিত। পাট নিয়ে কাজ করা একজন উদ্যোক্তা নার্গিস আকতারের কাছে তার অনুভুতি জানতে চাইলে তিনি বলেন, ‘বেশ জমে উঠেছে এই মেলা। ছুটির দিনে যেন শ্বাস ফিরে পাচ্ছে মেলা। যেমন আশা করেছিলাম তার থেকে বেশি পাচ্ছি এখানে এসে।’
এরপর পাকিস্তান থেকে আসা একজন উদ্যোক্তা হামিদের কাছে তার এবারের মেলার অভিজ্ঞতা জানতে চাইলে তিনি উদ্যোক্তা বার্তা কে জানান, ‘আলহামদুলিল্লাহ, সৃষ্টিকর্তার ইচ্ছায় বেশ জমে উঠেছে।আমার এই নিয়ে মেলায় দ্বিতীয় বার।প্রথমে ভেবেছিলাম এত দূরে কেউ আসবে না কিন্তু বাংলাদেশের মানুষ আমাকে ভুল প্রমান করেছে।’
মেলায় বিভিন্ন ক্রেতা এবং দর্শনার্থীরা দীর্ঘ পথ এবং যানজট ঠেলে গেলেও সবার মুখে স্বস্তির হাসি। এবারে মেলার স্থান অনেক বড় হওয়ায় বেশ স্বাচ্ছন্দ্য নিয়ে চলাফেরা করছে দর্শনার্থীরা। ঢাকা বিজয়নগর থেকে আসা একজন দর্শনার্থী জানান তার মেলার অভিজ্ঞতা।
তিনি বলেন, ‘এবারের মেলার স্থান বেশ বড় এবং সুসজ্জিত হওয়ায় প্রয়োজনমত ঘুরে দেখতে পারছি। ঢাকা থেকে একটু দূর হলেও সেটা মনে থাকছে না যখন এত সুন্দর খোলা পরিবেশ উপভোগ করছি।’
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা চলবে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত যেখানে এক স্থানেই সমস্ত পণ্য সুলভ মূল্যে পেয়ে যাওয়ার বিশাল এক সুযোগ রয়েছে।
সাকিব মাহমুদ,
উদ্যোক্তা বার্তা।